বুধবার, ১৯শে ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ

বুধবার, ১৯শে ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ বুধবার, ১৯শে ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে শাবান ১৪৪৬ হিজরি

তারা নিজেদেরকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করতেন

হাতে ওয়াকিটকি নিয়ে চাঁদাবাজি, ২ ভুয়া ডিবি-এনএসআই সদস্য আটক

তাঁদের কাছ থেকে একটি ওয়াকিটকির ভগ্নাংশ, ১৮ হাজার ৭০০ টাকা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়

ডিবি ও এনএসআই পরিচয়ে চট্টগ্রাম নগরীতে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে চাঁদাবাজির অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। গোপন তথ্যর ভিত্তিতে সোমবার(২০ জানুয়ারি) নগরীর লালদীঘি এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি ওয়াকিটকির ভগ্নাংশ, ১৮ হাজার ৭০০ টাকা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন খুলশী থানার সেগুনবাগান এলাকার মো. জুম্মান (৩০) ও মো. ফিরোজ (২০)।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, একটি ভাঙা ওয়াকিটকি দেখিয়ে তাঁরা নিজেদের কখনো ডিবি সদস্য, কখনো এনএসআইয়ের সদস্য পরিচয় দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করতেন।

দীর্ঘদিন ধরে আটক ব্যক্তিরা কোতোয়ালি থানা এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও লোকজনকে মামলা করার ভয় দেখিয়ে চাঁদা দাবি করে আসছিলেন। গোপন তথ্যর ভিত্তিতে একটি আবাসিক হোটেল থেকে তাঁদের আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print