Search

শুক্রবার, ৩১শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ

শুক্রবার, ৩১শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ শুক্রবার, ৩১শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি

মুক্তিপণ দিতে না চাইলে শিশুটির গলা পর্যন্ত মাটিতে পুঁতে রেখে ভিডিও পাঠায়

রোহিঙ্গা শিশু অপহরণ করে মাটিতে পুঁতে চাঁদা আদায়ের মূল হোতা রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

আরাকানকে ছোলা-মুড়ি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নিয়ে যায় নুর ইসলাম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরের ৬ বছরের সেই শিশুকে অপহরণের পর মাটিতে পুঁতে মুক্তিপণ দাবির ভাইরাল হওয়ার ভিডিওর মূল হোতা রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মুক্তিপণ দিয়ে ফিরে আসার ৩ দিনের মাথায় রোহিঙ্গা ক্যাম্প থেকে নুর ইসলামকে গ্রেপ্তার করল পুলিশ।

কক্সবাজারের পুলিশ সুপার রহমত উল্লাহ বলেন, উখিয়ার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লক থেকে নুর ইসলামকে(২১) সোমবার(২০ জানুয়ারি) বিকালে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ক্যাম্পের মৃত নুরুল হকের সন্তান।

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন বলেন, ৮ জানুয়ারি বিকাল সাড়ে ৪টার পর শিশু আরাকানকে ছোলা-মুড়ি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নিয়ে যায় নুর ইসলাম। তার সঙ্গে ছিলেন মো. সাদেক নামের আরও একজন। তিনি পলাতক রয়েছেন।

অপহরণের পর শিশু আরাকানকে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে যায় অপহরণকারীরা। সেখান থেকে শিশুটির বাবা আব্দু রহমানের কাছে মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ দিতে না চাইলে অপহরণকারীরা শিশুটির গলা পর্যন্ত মাটিতে পুঁতে রেখে ভিডিও পাঠায় তার বাবার কাছে। পরে ২ লাখ ১০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে তাকে ছাড়িয়ে আনা হয়।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print