বুধবার, ১৯শে ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ

বুধবার, ১৯শে ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ বুধবার, ১৯শে ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে শাবান ১৪৪৬ হিজরি

গ্রেফতার পুলিশ সদস্য জনসংযোগ শাখায় এএসআই হিসেবে কর্মরত ছিলেন

চট্টগ্রামে আইস নিয়ে পুলিশ সদস্যসহ গ্রেফতার ২

জব্দকৃত আইসের পরিমাণ ১৬০ গ্রাম

চট্টগ্রাম নগরের মেহেদীবাগ এলাকা থেকে ১৬০ গ্রাম আইসসহ পুলিশের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এ সময় তার এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে তাদের গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ) রইছ উদ্দিন। গ্রেফতার ২ জন হলেন- আলমগীর হোসেন ও মেহেদী হাসান।

এদের মধ্যে আলমগীর হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) জনসংযোগ শাখায় সহকারী উপ পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন। মেহেদী আলমগীরের সহযোগী বলে জানিয়েছে পুলিশ।

উপকমিশনার (অপরাধ) রইছ উদ্দিন জানান, শুক্রবার রাতে মেহেদীবাগ এলাকায় র‍্যাব সদস্যরা এএসআই আলমগীর হোসেনের প্যান্টের পকেট থেকে ১৬০ গ্রাম আইস উদ্ধার করেন। পরে তাকে চকবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চকবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে।

‘গ্রেপ্তার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে, বলেন রইছ উদ্দিন।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print