মঙ্গলবার, ১৫ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ

মঙ্গলবার, ১৫ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ মঙ্গলবার, ১৫ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই রবিউস সানি ১৪৪৬ হিজরি

মবজাস্টিসের নামে কেউ আইন হাতে তুলে নেবেন না

গণ মামলায় তদন্ত ছাড়া কাউকে গ্রেফতার করা হবে না: চট্টগ্রামে আইজিপি

সারা দেশে পুলিশের লুট হওয়া অস্ত্রের ৭৫ ভাগ উদ্ধার হয়েছে

গণহারে মামলা দেয়া হচ্ছে, ভয় পাওয়ার কারণ নেই, তদন্ত ছাড়া কাউকে গ্রেফতার করা হবে না। এমন আশ্বাস দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন।

আইজিপি বলেন, ‘ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রামেও ঘটনা ঘটেছে। প্রতিটি ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবস্থা নিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হত্যার ঘটনায় ৬ জনকে গ্রেফতার করে তাদের স্টেটমেন্টও নিয়েছি। আমরা একটা বিষয় পরিষ্কার করতে চাই, মবজাস্টিসের নামে কেউ আইন হাতে তুলে নেবেন না। পুলিশি কার্যক্রমের মাধ্যমে আমরা জনগণের আস্থা অর্জন করতে চাই। সত্যিকারে জনগণের বন্ধু হতে চায় পুলিশ।’

গণহারে মামলা দেয়া হচ্ছে, ভয় পাওয়ার কারণ নেই জানিয়ে মো. ময়নুল ইসলাম বলেন, ‘সাম্প্রতিক সময়ে আরেকটি অপরাধ হচ্ছে মবজাস্টিস। মবজাস্টিসের নামে কেউ অন্যায়-অবিচার করলে তাকে কোনো ছাড় দেয়া হবে না। দেশের প্রত্যেকটি হত্যার বিচার হবে। প্রতিটি ঘটনায় নিহত ও আহতদের বিচারের জন্য তদন্ত করা হবে। মবজাস্টিসের নামে আইন হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

পুলিশ মহাপরিদর্শক বলেন, ‘সারা দেশে পুলিশের লুট হওয়া অস্ত্রের ৭৫ ভাগ উদ্ধার হয়েছে। দেশে অযোগ্য ব্যক্তিদেরও অস্ত্রের লাইসেন্স দেয়া হয়েছিল। সবার অস্ত্র জমা নেয়া হয়েছে। যারা অস্ত্র জমা দেননি, তাদের অস্ত্র অবৈধ হয়ে গেছে।’

এ সময় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আবদুল মান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো.আব্দুল ওয়ারীশ ও উপপুলিশ কমিশনার (সদর) এস এম মোস্তাইন হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print