Search

বৃহস্পতিবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

বৃহস্পতিবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি

আলোকচিত্রী শহীদুল জামীনে মুক্ত

প্রভাতী ডেস্ক: আলোকচিত্রী শহীদুল আলম জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় গ্রেফতারের ১০৭ দিন পর মুক্তি পেলেন আলোকচিত্রী শহীদুল আলম। মঙ্গলবার সকাল থেকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে তার মুক্তির অপেক্ষায় ছিলেন স্বজনরা।

উল্লেখ্য, নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদের আন্দোলন নিয়ে একটি আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দেন শহীদুল । এই ঘটনায় গত ৫ আগস্ট রমনা থানার তথ্যপ্রযুক্তির মামলায় ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার হন শহীদুল আলম। সাতদিনের রিমান্ড শেষে নিম্ন আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়।

গত ১ নভেম্বর শহীদুল আলমের জামিন বিষয়ে শুনানি করে মামলাটি কার্যতালিকা থেকে বাদ দেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print