প্রভাতী ডেস্ক: বর্তমানে যোগাযোগ ব্যবস্থা ও গণমাধ্যম হিসেবে ফেসবুক বিকল্প মিডিয়ার ভূমিকা রাখছে । আর তাই ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে একাউন্ট খোলার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র কেন বাধ্যতামূলক নয় জানতে চেয়ে রুল জারি করেছেন মহামান্য হাইকোর্ট।
গতকাল সোমবার (১৯ নভেম্বর) বিকেলে এ রুল জারি করেন আদালত।
ফেসবুক ব্যবহার করে বিভিন্ন ধরনের রাষ্ট্রবিরোধী কার্যকলাপ, সন্ত্রাসী কার্যকলাপ, বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা সহ অনেক কিছুতেই ফেসবুক এখন হাতিয়ার হিসেবেও ব্যবহৃত হচ্ছে। আর এটি একটি মুক্ত-মাধ্যম হওয়াতে ফেক-আইডি ব্যবহার করে নানা ধরনের সন্ত্রাসী কার্যকলাপও পরিচালিত হচ্ছে ফেসবুকের মাধ্যমে।