বুধবার, ১৪ই মে ২০২৫ খ্রিস্টাব্দ

বুধবার, ১৪ই মে ২০২৫ খ্রিস্টাব্দ বুধবার, ১৪ই মে ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জিলকদ ১৪৪৬ হিজরি

১৮ ফেব্রুয়ারি দেশের সব মহানগরে পদযাত্রা করবে বিএনপি

প্রভাতী ডেস্ক : সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ে আগামী ১৮ ফেব্রুয়ারি দেশের সব মহানগরে পদযাত্রা করবে বিএনপি। রোববার (১২ ফেব্রুয়ারী) এ কর্মসূচি ঘোষণা করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। দুপুরে শ্যামলী ক্লাব মাঠের সামনে ঢাকা মহানগর উত্তর বিএনপির পদযাত্রার আগে তিনি এই কর্মসূচি ঘোষণা করেন।

খন্দকার মোশাররফ বলেন, বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল, আটা, লবণসহ নিত্যপণ্যের দামে লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদ, খালেদা জিয়াসহ কারাবন্দিদের মুক্তি, সরকারের পদত্যাগ, সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপিসহ যারা যুগপৎ আন্দোলন করছে সেই সবগুলো দলই আগামী ১৮ ফেব্রুয়ারি পদযাত্রা কর্মসূচি পালন করবে।

তিনি বলেন, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে পৃথকভাবে পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে।পদযাত্রা কর্মসূচি পালনের মাধ্যমে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতির আহ্বান জানান তিনি।

এদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আজ দুপুর ২টা ৫৫ মিনিটে রাজধানীর শ্যামলী মাঠ থেকে পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি মোহাম্মদপুর বেড়িবাঁধে গিয়ে শেষ হওয়ার কথা।

কর্মসূচিতে অংশ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক, আব্দুস সালাম, সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সম্পাদক কামরুজ্জামান রতন, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, সাবেক সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল প্রমুখ।

পদযাত্রা কর্মসূচিপূর্ব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print