Search

বুধবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

বুধবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ বুধবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি

নির্বাচনের তপশীল পিছিয়েছে ৩০ ডিসেম্বর ভোট

প্রভাতী ডেস্ক: বিভিন্ন রাজনৈতিক দলের দাবির কারণে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন পিছানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আগামী ২৩ ডিসেম্বরের পরিবর্তে একাদশ সংসদ নির্বাচন ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান থেকে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা এ ঘোষণা দেন।

তিনি বলেন, বিএনপি, বিকল্পধারাসহ অনেক রাজনৈতিক দল নির্বাচনে আসবে জেনে আমরা স্বস্তিবোধ করছি।

প্রধান নির্বাচন কমিশনার আরো বলেন, অনেক রাজনৈতিক দল আবেদন করেছে নির্বাচন পিছানোর জন্য। গতকাল অনেক সাংবাদিকেরা আমাকে জিজ্ঞাসা করেছিলেন, নির্বাচন পেছানো হবে কি না। আমরা গতকাল রাতেও কোনো সিদ্ধান্তে আসতে পারিনি। পরে সকালে আমরা সিদ্ধান্ত নিয়েছি নির্বাচন পেছানোর।

তিনি বলেন, মনোনয়ন যাচাই-বাছাই এবং প্রত্যাহারের তারিখ আমরা পরে জানিয়ে দেব। এই বিষয়ে এখনো আমরা সিদ্ধান্ত নেইনি।

ইভিএম সম্পর্কে সিইসি বলেন, ইভিএমের অনুকূলে যে আইন ও বিধি হয়েছে তাই নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। ইভিএম দেখুন, পরীক্ষা করুন, ভুল থাকলে আমরা তা সংশোধন করে নিব।

সিইসি বলেন, এর আগে বিভিন্ন নির্বাচনে ইভিএম ব্যবহার করা হয়েছে। সেখানে কোনো প্রশ্ন ওঠেনি। আমরা ইভিএমের মাধ্যমে ভোটাধিকার সুরক্ষা করতে চাই।

নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, ইভিএম এ ভোট দিতে ১০০ ভাগ নিশ্চয়তা দেওয়া হবে। যার ভোট সে দিতে পারবে। ইভিএমে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে।

অনুষ্ঠানে ইসি সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম, নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print