
প্রভাতী ডেস্ক: সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট। একই সঙ্গে নির্বাচনের তফসিল এক মাস পিছিয়ে দেয়ারও দাবি জানিয়েছে নতুন এই জোট। রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়। এতে আরও বলা হয়, গণতন্ত্র পুনরুদ্ধারে চলমান আন্দোলনের অংশ হিসেবে এই নির্বাচনে যাচ্ছে ঐক্যফ্রন্ট।
সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন স্বাক্ষরিত লিখিত বক্তব্য পাঠ করেন জোটের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে সূচনা বক্তব্যে ড. কামাল হোসেন বলেন, ‘শত প্রতিকূলতা সত্ত্বেও আন্দোলনের অংশ হিসেবে আমরা নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা এই নির্বাচনে অংশ নেব।’