প্রভাতী ডেস্ক: ১২ নভেম্বর সোমবার সকাল ১০টা থেকে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু হবে। ফরম জমা দেয়ার সময় অফেরত যোগ্য ২৫ হাজার টাকা জমা দিতে হবে। রবিবার বিকেল সাড়ে ৪টায় রুহুল কবির রিজভী আহমেদ সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান।
এর আগে রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।