রবিবার, ১৩ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ

রবিবার, ১৩ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ রবিবার, ১৩ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম বাগান পরিবারের শীতকালীন মিলন মেলা

নিজস্ব প্রতিবেদক: “সবুজে গড়ি সবুজে সাজাই, বেশী বেশী গাছ লাগাই” এই স্লোগানকে সামনে নিয়ে এগিয়ে যাচ্ছে সবুজ প্রেমীদের অনলাইন ভিত্তিক প্রিয় সংগঠন চট্টগ্রাম বাগান পরিবার। ৯ নভেম্বর (শুক্রবার) বিকালে চট্টগ্রাম বাগান পরিবারের শীতকালীন মিলন মেলা চট্টগ্রামের সিআরবি শিরিষ তলার মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয়। মিলন মেলায় সবুজ প্রেমীদের উপছে পড়া ভীড় পরিলক্ষিত হয়। এই মিলন মেলায় বিশেষ করে শীতকালীন ফুল এবং সব্জির চারা বিতরণ করেন বাগানীরা। নতুন বাগানীরা সংগ্রহ করেন এসব চারা। এছাড়া একে অপরকে উপহার দেন বিভিন্ন সারসহ বাগানের অনেক উপাদান। মেলায় অনেক বিদেশীদের আগমনও লক্ষ্য করা যায়। তারা বাগান পরিবারের সদস্যদের সাথে ফটোসেশনেও অংশ গ্রহণ করেন।

জানতে চাইলে সংগঠনের এডমিন এবং মেলার অন্যতম আয়োজক জিয়াউল বারী বলেন, তাদের সংগঠনের সকল সদস্যরা খুবই আন্তরিক। সদস্যরা একে অপরের বাগানে যাওয়া আসা করে। পুরাতন বাগানীরা গাছের চারা উপহার এবং পরামর্শ দিয়ে দিয়ে নতুন বাগানীদের সহযোগীতা করে থাকেন। এতে পরস্পরের প্রতি বন্ধুত্বের সুসম্পর্ক গড়ে ওঠে। বিনামূল্যে চারা আদান প্রদানের কারণে সদস্যরা আর্থীক সাশ্রয়ী হন।

বাগান পরিবারের সদস্য সানজিয়া বলেন, তারা সংগঠন থেকে যেসব সুযোগ-সুবিধা পান সেগুলো বলে শেষ করা যাবে না। সিনিয়র আপু এবং ভাইয়ারা বাগান সম্পর্কে পরামর্শ প্রদানসহ বিভিন্নভাবে তাদের সহযোগীতা করে থাকেন। গাছের চারা কিনতে হয় না বলে অনেক টাকা বেঁচে যায় এবং নতুন বাগানীরা বাগান করতে উৎসাহিত হয়।

সংগঠনের গুরুত্ব উল্লেখ করে তৈয়ব নামের এক বাগানী বলেন, চট্টগ্রাম বাগান পরিবার চট্টগ্রাম নগরীকে সবুজে পরিণত করার গর্বিত অংশীদার। এই সংগঠন বিভিন্ন সময় মেলার আয়োজন করে থাকে এবং মেলায় বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়। এই সংগঠনের সহযোগীতায় নতুন অনেক বাগানের সৃষ্টি হচ্ছে।

মেলায় বাগান পরিবারের এডমিন এবং বড় বাগানীদেরকে বস্তা ভর্তি উপহার নিয়ে আসতে দেখা যায়। বড় বাগানীদের পাশাপাশি ছোট বাগানীরাও তাদের সাধ্যমত ব্যাগে করে উপহার নিয়ে আসেন। এছাড়া চট্টগ্রাম জেলার বাহিরের অনেক বাগানীরাও মেলায় উপহার পাঠিয়েছেন বলে জানান আয়োজকরা।

মেলায় প্রদানকৃত উপহারের মধ্যে চন্দ্র মল্লিকার চারা,গাঁদা ফুলের চারা, টমেটোর চারা,গ্লাডিওলাস ফুলের বাল্ব, ভার্মিকম্পোস্ট,মালবেরীর (তুঁত ফল) ডাল, ড্রাগন ফলের ডাল, নাইট কুইন, নীলঘন্টা ফুলের কাটিং, বাগান বিলাসের চারা, এলমন্ডা,এডেনিয়াম, হরেক রকম পর্তুলিকা, টাইমফুল, বিভিন্ন ভ্যারাইটিজ লিলি, ব্লু ডেইজ, লেবুর গুটি কলম চারা, মরিচের বীজ, বিভিন্ন সবজীর বীজ, মেহেদী গাছের ডাল এবং তুলসীসহ নানা ধরণের ঔষধি গাছের চারা উল্লেখযোগ্য।

মেলার আয়োজন কারীরা হলেন – জিয়াউল বারী, সি.এম.হাসান লাকি, এ.আর.টি. রাহি, জামসেদ রুবেল, তৌহিদা তামান্না, শেখ নাসরিন ইকবাল, ফারহান লিমা, মেহেদী ফাতেমা এবং মডারেটর সবুজ রহিম, আশিক রিফাত, রাকিব হাসান ও আনিস রহমান। এছাড়াও মেলায় উপস্থিত ছিলেন তাদের পরামর্শক প্যানেলের সকল সদস্যবৃন্দ।

উল্লেখ্য যে,প্রায় দেড় বছর আগে কয়েক জন আঙ্গিনা ও ছাদ বাগানী নিয়ে সম্পূর্ণ অনলাইন ভিত্তিক এই সংগঠন যাত্রা লাভ করলেও বর্তমানে এই সংগঠনের সদস্য ১৫ হাজারের উপরে। সংগঠনের এডমিনদের সাথে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বাগানীদের সাথেও যোগাযোগ রয়েছে।

অনুষ্ঠানের অন্যতম আয়োজক এবং সংগঠনের এডমিন রাহী বলেন, কর্মজীবনের ব্যস্ততার মাঝে বাগান নিয়ে স্বল্প সময় ব্যয় করতে পারলে মনটা প্রফুল্ল হয়। সবুজের জন্য সামাজিক আন্দোলনে তাদের সংগঠন অবদান রাখবে বলে মনে করেন তিনি। এই ধরণের মেলার কারণে অনেক লোক বাগানের প্রতি আগ্রহী হয় এবং সদস্যরাও উপকৃত হয় তাই আগামীতে আরো সুন্দর অনুষ্ঠান আয়োজনের চেষ্ঠা করবেন বলে জানান তিনি।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print