মঙ্গলবার, ১৫ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

মঙ্গলবার, ১৫ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ মঙ্গলবার, ১৫ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

শখের পাখি থাকুক ভালো (পর্ব-১)

সানজিয়া শাবনাম : শখের জন্য টাকা খরচ করে না এমন মানুষ খুব কম। শখটা যদি হয় পাখির তাহলে তো আর কথায় নেই। অনেকেই আছেন যারা শখের বশে পাখি কিনেন তাও না চিনে না জেনে। কিছুদিন পর মারা যায় সেই শখের পাখি। এর দায় কার বিক্রেতার নাকি ক্রেতার? দায় যার হোক না কেন ভাল থাকুক সবার পাখি। এই পর্বটি নতুন পাখি কিনবেন বা কিনেছেন তাদের জন্য। আসুন জেনে নিই পাখি পালনের পূর্বের গুরুত্বপূর্ণ টিপসগুলো:

★পাখি কেনার আগে মন স্থির করে নিন। পাখি কেনার অর্থ পাখি নয় জীবনের কিছু নতুন দায়িত্ব কিনে নিচ্ছেন।
★পাখি কেনার আগে আলো, বাতাস ও হালকা রোদ আসে এমন জায়গা নির্বাচন করে নিন। জায়গাটি অবশ্যই কোলাহলমুক্ত ও ইঁদুরের উপদ্রবমুক্ত হওয়া চাই।
★পাখির যাবতীয় যত্ন ও বিস্তারিত তথ্য ভাল করে জেনে নিতে হবে।
★পাখির জন্য যত বড় সম্ভব ততো বড় খাচা দিতে হবে।
★পাখির খাবার অবশ্যই ধুয়ে রোদে শুকিয়ে নিতে হবে ভাল করে। বৃষ্টির দিনে চুলায় মৃদু আঁচে দিয়ে শুকিয়ে নিতে পারেন।
★পাখির খাচায় নিম গাছের ডাল দিন এতে পাখির রোগ অনেকটা কম হয়।
★পাখি কিনার সাথে সাথে কিছু গাছ কিনুন এলোভেরা গাছ,সজনি গাছ এবং তুলসি গাছ। তার সাথে আরো কিনে নিন খাঁটি মধু এবং এসিবি(Acv-আপেল সাইডার ভিনেগার) অপরিশোধিত।
★যেকোনো ঔষধ এবং দ্রবন মিশ্রিত পানি ছয় ঘন্টার বেশি রাখা যাবে না।
★পাখিকে কখনো এক প্রকারের সীড দিবেন না অবশ্যই মিক্সসীড দিবেন এবং বিভিন্ন পাখি ভেদে বিভিন্ন সীডস মিক্স পাওয়া যায় পাখির খাবারের দোকানে।
★পাখি কিনার আগে সময় নিন, দেখুন পাখি ভাল করে নড়াচড়া করছে কিনা। যদি নড়াচড়া না করে বা,একটু নড়াচড়া করে হাঁপিয়ে যায় অথবা ঝিমায় তাহলে এমন পাখি কিনা থেকে বিরত থাকুন।
★পাখি কিনার পর পাখিকে খাবার পানির সাথে তিনদিন এসিবি মিশিয়ে খাওয়ান।
★শীতে ২০ দিন পর পর দুই-তিন দিন এসিবি খেতে দিন খাবার পানির সাথে।
★প্রতিদিন খাবারেরর পাশাপাশি সবুজ শাক-সবজি খেতে দিন।
★যথাসম্ভব বিভিন্ন ফল খেতে দিন।
★খাবার পানি পাত্র ও খাবার বাটি প্রতিদিন নিয়ম করে পরিস্কার করুন।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print