Search

বুধবার, ১০ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

বুধবার, ১০ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ বুধবার, ১০ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি

আমীর খসরুকে আসামী করে বেকায়দায় পুলিশ

আমীর খসরুকে আসামি করে বেকায়দায় পুলিশ

প্রভাতী ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ২৬ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করেন। দেশে ফেরেননি এখনো। কিন্তু ৩০ সেপ্টেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলীয় সমাবেশে তিনি ‘সরকার বিরোধী উসকানিমূলক’ বক্তব্য দিয়েছেন এমন অভিযোগ পুলিশের।
খসরুসহ বিএনপির শীর্ষ ১০ নেতার নির্দেশেই মগবাজারে পুলিশকে মারধর, গাড়ি ভাঙচুরসহ নাশকতা হয়েছে এমন অভিযোগ এনে মামলা দায়ের করে হাতিরঝিল থানা পুলিশ।

তবে বিদেশে অবস্থানরত আমীর খসরু মাহমুদ চৌধুরীকে ঢাকায় দেখানো এবং তাকে আসামি করে দায়ের করা আলোচিত এই মামলা নিয়ে শঙ্কিত বিএনপি নেতারা। এমনকি পুলিশও বিব্রত। জানতে চাইলে হাতিরঝিল থানার ওসি আবু মোঃফজলুল করিম সাফ জানিয়ে দেন, “এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই।”

উক্ত থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলামের দায়েরকৃত মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ দলটির ৫৫ নেতা এবং অজ্ঞাতনামা ২০-২৫ জন। এজাহারনামীয় অন্য আসামিরা ঢাকা, গাজীপুর, কুমিল্লাসহ বিভিন্ন এলাকার বিএনপি নেতা। হাতিরঝিল থানা এলাকায় বসবাসকারী আসামিদের প্রত্যেকের নামের সঙ্গে বাবার নাম, বসবাসের ঠিকানাও উল্লেখ করা হয়েছে।

পুলিশের দায়ের নাশকতার বিভিন্ন মামলা পর্যালোচনা করে দেখা যায়, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনকেন্দ্রিক দায়েরকৃত মামলায় এজাহারনামীয় অধিকাংশ আসামির শুধু নাম উল্লেখ করা। তবে আসন্ন সংসদ নির্বাচনের আগ মুহূর্তে দায়েরকৃত মামলাগুলোতে আসামিদের বাবার নাম ও ঠিকানাও থাকছে। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক জ্যেষ্ঠ নেতা বলেন, ‘গত নির্বাচনের পর সরকার পুলিশ দিয়ে তড়িঘড়ি করে ঢাকা মহানগর এলাকায় বসবাসকারী ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের তথ্য সংগ্রহ করে। এখন সেই ভাড়াটিয়া তথ্য ফরম দেখে দেখে পুলিশ দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দায়ের করছে। এতে আসামির তালিকা থেকে বাদ যাচ্ছে না বিদেশে অবস্থানরত এমনকি মৃত ব্যক্তিও।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print