বুধবার, ২রা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

বুধবার, ২রা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ বুধবার, ২রা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

জঙ্গিবাদ সৃষ্টি করেছে বিএনপি আবার মদদও দিচ্ছে: ওবায়দুল কাদের

প্রভাতী ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সরকারের আমলে জঙ্গিবাদের সৃষ্টি হয়েছে। শায়খ আবদুর রহমান, বাংলাভাই সৃষ্টি করে হাওয়া ভবন থেকে ইন্ধন দেওয়া হয়েছে।

এখন তারাই (বিএনপি) আবার জঙ্গিদের মদদ দিচ্ছে। তিনি বলেন, আর আমরা (আওয়ামী লীগ) জঙ্গিবাদের বিরুদ্ধে। জঙ্গি দমনে আমরা লড়াই করছি। মঙ্গলবার(২২ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরও বলেন, আদালত প্রাঙ্গণ থেকে জঙ্গিদের কারা ছিনিয়ে নিয়েছে, সেটার তদন্ত চলছে। অপেক্ষা করুন, তদন্তে সব বের হয়ে আসবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিথ্যাচার করছেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তার (ফখরুল) মুখে এত মধু, কিন্তু অন্তরে বিষ। তাই আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করছেন। নিজেদের টাকায় পদ্মা সেতু হয়েছে, বঙ্গবন্ধু টানেল হয়েছে-এগুলো ফখরুলদের সহ্য হয় না। প্রধানমন্ত্রীকে নিয়ে তারা (বিএনপি) মিথ্যা তথ্য ছড়াচ্ছেন। বলা হচ্ছে-‘প্রধানমন্ত্রী নাকি বলেছেন দেশে দুর্ভিক্ষ হবে।’

কিন্তু প্রধানমন্ত্রী এমন কথা বলেননি, বৈশ্বিক পরিস্থিতিতে তিনি সবাইকে সতর্ক হতে বলেছেন। আমাদের ৩৬ হাজার বিলিয়ন ডলার রিজার্ভ আছে। ৬ মাসের ব্যবস্থা আছে। একটা দেশ চলার জন্য তিন মাসের রিজার্ভ থাকলেই যথেষ্ট।

ওবায়দুল কাদের বলেন, দেশের মানুষের চিন্তায় প্রধানমন্ত্রীর ঘুম নেই। তার কাছে এ দেশ নিরাপদ, দেশের জনগণ নিরাপদ। তাই শেখ হাসিনা সরকারকে আরেকবার দরকার। তিনি বলেন, আগামী ডিসেম্বরে খেলা হবে। খেলা হবে বিএনপির সঙ্গে, আন্দোলনে খেলা হবে।

ভোট চোরদের সঙ্গে; জলিয়াতি, দুঃশাসন, দুর্নীতিবাজ, জঙ্গিবাদ, হাওয়া ভবন বানিয়ে যারা টাকা লুট করে বিদেশে পাচার করেছে, তাদের বিরুদ্ধে খেলা হবে। আর তারা (বিএনপি) নাকি আমাদের বিরুদ্ধে খেলতে চায়। লক্ষ্মীপুরবাসী প্রস্তুত থাকুন, ডিসেম্বরকে কেন্দ্র করে অপশক্তি মাঠে নেমেছে। তাদের বিরুদ্ধে সবাই সজাগ থাকুন।

সাড়ে ৭ বছর পর লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জেম হোসেন চৌধুরী মায়া।

প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ-সদস্য একেএম শাহজাহান কামাল, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, এমএ মমিন পাটওয়ারী প্রমুখ। সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি।

শেখ ফজলুল করিম সেলিম বলেন, বিএনপি কোনো রাজনৈতিক দল নয়। বিএনপি হচ্ছে পাকিস্তানের সাজানো একটি সমিতি। পাকিস্তানের তৈরি করা দল। বি-তে বিএনপি, এন-এ না ও পি-তে পাকিস্তান। বিএনপি মানে-বিএনপি না পাকিস্তান? বিএনপি বাংলাদেশ মানে না। তারা স্বাধীনতা মানে না, গণতন্ত্র মানে না, মানবাধিকার মানে না। বঙ্গবন্ধুকে মানে না। বাংলাদেশের পতাকাকে মানে না।

মাহবুবউল আলম হানিফ বলেন, এখন বাংলাদেশের রাজনীতিতে দুইটি ধারা চলছে। একটি ধারায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীনতার পক্ষের শক্তি টানা ১৪ বছর আলো প্রদর্শন করছে, উন্নয়নশীল রাষ্ট্রে বাংলাদেশকে পরিচালিত করছে। উন্নয়নের রোল মডেল হিসাবে বাংলাদেশকে তিনি বিশ্বে পরিচিত করেছেন। আরেক ধারায় রয়েছে-একাত্তরের পরাজিত শক্তি এবং পঁচাত্তরের ঘাতকদের প্রতিষ্ঠিত বিএনপি-জামায়াত।

উন্নয়ন বাধাগ্রস্ত করে তারা এদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। বিএনপি বাংলাদেশকে পেছনে নিয়ে যেতে চাচ্ছে। শায়খ আবদুর রহমান ও বাংলাভাই বিএনপির সৃষ্টি। তারা আবার এদেশে জঙ্গিবাদ কায়েম করতে চায়। কিন্তু মানুষ এ রাষ্ট্রকে ব্যর্থ দেখতে চায় না। মানুষ এ রাষ্ট্রে জঙ্গিবাদ দেখতে চায় না।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print