
আনোয়ারা প্রতিনিধি : ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, ইসলাম শান্তি ও মানবতার ধর্ম। এখানে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই। বিরোধীরা বলেছিল, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশে ধর্মকর্ম করা যাবেনা। দাড়ি-টুপি পরা যাবে না। তাদের সেই কথা মিথ্যা প্রমাণিত হয়েছে। আজকে দেশের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করছে।
শুক্রবার (১৮ নভেম্বর) ৯ নং পরৈকোড়া ইউনিয়নের দক্ষিণ ভিংরোল জামে মসজিদে জুমার নামায আদায়কালে তিনি এসব কথা বলেন। ভূমিমন্ত্রী আরো বলেন, দেশে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করছে সরকার। মসজিদ নির্মাণ ছাড়াও ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন ধর্মীয় কাজে ব্যাপক অর্থ বরাদ্দ দিচ্ছে সরকার। জননেত্রী শেখ হাসনিার দেশে ধর্মীয় উন্নয়নে বেশ আন্তরিক।
সারাদেশে উন্নয়নের ধারাবাহিকতায় আমার নির্বাচনী এলাকা আনোয়ারা-কর্ণফুলীতেও ব্যাপক উন্নয়ন কাজ চলছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতীককে আবারও জয়যুক্ত করতে হবে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, জেলা পরিষদ সদস্য এস এম আলমগীর চৌধুরী, উপজেলা
আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ মালেক, ইউপি চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন কলিম উদ্দিন, অসীম কুমার দেব, আজিজুল হক চৌধুরী বাবুল, সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুল মালেক প্রমুখ।