রবিবার, ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

রবিবার, ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার, ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

হুম্মাম ইস্যুতে সাকা’র গুডস হিলে ‘রাজাকার হিল’ সাইনবোর্ড

নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বাড়ি গুডস হিল ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। গত ১২ অক্টোবর চট্টগ্রামে বিএনপির মহাসমাবেশে সাকা চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী বক্তব্যের শেষে “নারায়ে তাকবীর” স্লোগান দেওয়ার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ হয়।

শনিবার (২৯ অক্টোবর) চট্টগ্রামে গুডস হিল ঘেরাও কর্মসূচি থেকে ওই বাড়ির সামনে ‘রাজকার হিল’ সাইনবোর্ড টাঙিয়ে বাড়ির গেইটে তালা লাগিয়ে দেয় মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা। সাকা চৌধুরীর বাড়ি গুডস হিলের সামনের দেয়ালেও ‘রাজাকার বাড়ি’ লিখে দেয়া হয়।  নগরের চকবাজার থানাধীন গনি বেকারির মোড়ে অবস্থিত এই ‘গুডস হিল’।

সমাবেশে বীর মুক্তিযোদ্ধারা বলেন, গুডস হিলে বীর মুক্তিযোদ্ধাদের ওপর নির্যাতন চালানো হতো। এটি মূলত নির্যাতনকেন্দ্র ছিল। তাই বাড়িটিকে জাদুঘরে রূপান্তর করতে হবে। বাড়ির ফটকে প্রতীকী তালা ঝুলিয়ে দেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতাকর্মীরা।

সমাবেশে পাঁচ দফা দাবি তুলে ধরেন বীর মুক্তিযোদ্ধারা। এসব দাবির মধ্য রয়েছে- চিহ্নিত যুদ্ধাপরাধীর স্ত্রী-সন্তানদের রাজনীতি থেকে নিষিদ্ধ করা এবং ভোটাধিকার তুলে নেয়া, যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করা, গুডস হিলসহ রাজাকারদের সব বাড়ি মুক্তিযুদ্ধ জাদুঘরে রূপান্তর করা, দেশের প্রতিটি জেলা- উপজেলা ও থানায় রাজাকারদের তালিকা তৈরি করা ও পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা এবং এক মাসের মধ্যে রাষ্ট্রদ্রোহের মামলা দিয়ে হুম্মাম কাদের চৌধুরীকে গ্রেপ্তার করা। এসব দাবি মেনে না নিলে প্রয়োজনে সরকারের বিরুদ্ধে আন্দোলন করার হুঁশিয়ারি দেন সংগঠনের নেতাকর্মীরা।

এই কর্মসূচি সফল করতে শুক্রবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় জামাল খান এলাকার চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে একটি মশাল মিছিল বের করে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। মিছিলটি নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে একটি সভা করেন তারা। সম্প্রতি চট্টগ্রামে বিএনপির বিভাগীয় সমাবেশে সাকাপুত্র হুম্মাম কাদের চৌধুরীর বক্তব্য আলোচনার জন্ম দেয়।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print