
প্রভাতী ডেস্ক : সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার আর নেই। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার(২৪ আগষ্ট) দুপুর ১টার দিকে তিনি মারা যান।
তাঁর মেয়ে আইরিন মাহবুব বলেন, ‘সকাল থেকে ভালোই ছিলেন আব্বা। হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দুপুর ১২টার দিকে। দ্রুত ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাই। এরপর তো ডাক্তাররা অনেক চেষ্টা করলেন। কিন্তু চলেই গেলেন। ১টার দিকে মারা গেছেন। ডাক্তাররা জানিয়েছেন যে তাঁর ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল।’
ক্যান্সারসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন মাহবুব তালুকদার। মাঝে করোনায় আক্রান্ত হয়েছিলেন। এর পর থেকে ঘন ঘন অবস্থার অবনতি হচ্ছিল। সম্প্রতি তাঁকে দেশের বাইরেও নিয়ে যাওয়ার কথা ছিল।
মরহুমের পরিবার থেকে গতকাল সংবাদ মাধ্যমে জানানো হয়, তাঁর মরদেহ বারডেমের হিমঘরে রাখা হয়েছে। তাঁর ছেলে শোভন মাহবুব কানাডায় এবং এক মেয়ে আফরিন মাহবুব যুক্তরাষ্ট্রে রয়েছেন। সে কারণে দাফনের বিষয়ে গত রাত ৮টা পর্যন্ত সিদ্ধান্ত হয়নি।
কর্মজীবনে মাহবুব তালুকদার জগন্নাথ কলেজ, বাংলাদেশ প্রকৌশল ও কারিগরি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে শিক্ষকতাও করেছেন। তিনি একজন বিশিষ্ট সৃজনশীল লেখক। কবিতা, গল্প, উপন্যাস, স্মৃতিকথা, ভ্রমণকাহিনি মিলিয়ে তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৪০। লেখালেখির জন্য তিনি ২০১২ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।