Search

শনিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

শনিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ শনিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি

নিয়মনীতিহীন ভাবে পরিচালিত আইপি টিভির বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে: তথ্যমন্ত্রী

প্রভাতী ডেস্ক : আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদস্য পদ থেকে সদ্য বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীরের গ্রেপ্তার এবং তার মালিকানাধীন আইপি টিভি ‘জয়যাত্রার’ দপ্তরে র‍্যাবের তল্লাশি অভিযানের প্রেক্ষাপটে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ জানিয়েছেন, নিয়মনীতিহীন ভাবে পরিচালিত আইপি টিভির বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা নেওয়া হবে ।

শুক্রবার(৩০ জুলাই) দুপুরে ঢাকায় তার সরকারি বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে  তথ্যমন্ত্রী বলেন, ‘কিছু আইপি টিভি অনেক সময় গুজব রটানোতে যুক্ত হয়, অসত্য তথ্য পরিবেশন ও ভাঁড়ামোতে লিপ্ত হয়। আবার দেখা যায় অনুমোদন পাবার আগেই কেউ কেউ টেলিভিশন চ্যানেলের মতো অফিস খুলে বসেছে, জেলা প্রতিনিধি নিয়োগ দিচ্ছে। এসকল বিষয়কে একটা নিয়মনীতির মধ্যে আনা প্রয়োজন।’

দেশে স্যাটেলাইট টিভি চ্যানেলের পাশাপাশি এখন বেশকয়েকটি আইপি টিভিও তাদের কার্যক্রম পরিচালনা করছে, যার অনেকগুলো সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

হাছান মাহমুদ জানান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আইপি টিভিগুলোর কাছ থেকে রেজিষ্ট্রেশনের জন্য দরখাস্ত আহবান করেছিল। প্রায় পাঁচ শতাধিক দরখাস্ত জমা পড়েছে এবং সেগুলো যাচাই-বাছাইয়ের কাজও গুছিয়ে আনা হয়েছে।

তিনি বলেন, ‘যেগুলোর মান ভালো, সেগুলোর রেজিষ্ট্রেশন দেয়া হবে। তবে দেশব্যাপী ব্যাঙের ছাতার মতো আইপি টিভি খুলে যার যেমন ইচ্ছে তেমন করবে সেটা কখনও আইনসম্মত বা বাঞ্ছনীয় নয়। যেগুলোর বিষয়ে নানা অভিযোগ আছে, সেগুলো খতিয়ে দেখে সহসাই ব্যবস্থা নেয়া হবে।’

নানা কাণ্ডে আলোচিত-সমালোচিত ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর কিভাবে আওয়ামী লীগের উপকমিটিতে সদস্যপদ পেয়েছেন তা খতিয়ে দেখা হবে বলে জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

হাছান মাহমুদ বলেন, ‘ফাঁকফোকর দিয়ে দলের উপকমিটিতে এ ধরণের কাউকে রাখার বিষয়ে আরো সতর্ক হওয়া প্রয়োজন ছিল। তার ব্যাপারে যারা সুপারিশ করেছেন, তাদেরও আরও জানাশোনার দরকার ছিল। তার আইপি টিভির বিষয়ে অভিযোগগুলো আমরা খতিয়ে দেখবো, সত্যতা পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, আওয়ামী লীগের রাজনীতিতে বিতর্কিত হয়ে সদ্য বহিষ্কৃত নেত্রী ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় গতরাতে চার ঘন্টা ধরে তল্লাশি চালিয়ে তাকে আটক করেছে র‌্যাব।

তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন আইনে পাঁচটি মামলা হচ্ছে বলে জানিয়েছে র‍্যাব।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print