
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের পটিয়া উপজেলার পাঁচুরিয়া এলাকার মুকুটনাইট মোড় থেকে মানবপাচার মামলার আসামি মো. আলমকে (৩৮) গ্রেপ্তার করেছে গোয়েন্দা (উত্তর) পুলিশ। গ্রেপ্তার আলম কাউছার হামিদ ও সিডি আলম নামেও পরিচিত। আলম সাতকানিয়া থানার কেরানীহাটের কেউচিয়া এলাকার আব্দুল হামিদের ছেলে।
রবিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৪টায় উপজেলার পাঁচুরিয়া এলাকার মুকুটনাইট মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (৫ জুলাই) তাকে খুলশী থানায় হস্তান্তর করা হয়েছে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বলেন, খুলশীর হাবিব লেনের ২য় তলায় বাসা ভাড়া নিয়ে পতিতালয় চালাতো আলম। নারী পাচারকারী চক্রের সদস্যদের সহযোগিতায় দেশের বিভিন্ন এলাকা থেকে নারীদের এনে এখানে চলতো অনৈতিক কর্মকাণ্ড। গতকাল বিকেলে গোয়েন্দা পুলিশের একটি দল পটিয়া থেকে আলমকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে মানব পাচারের ৬টি মামলার হদিস মিলেছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।