রবিবার, ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

রবিবার, ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার, ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

দেশে করোনায় মৃত্যু রেকর্ডের দিনে শনাক্ত ৮৬৬১ জন

প্রভাতী ডেস্ক : দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১৫৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৬৬১ জনের। এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৫ হাজার ৬৫ জনে এবং মোট শনাক্তের সংখ্যা ৯ লাখ ৪৪ হাজার ৯১৭ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৮.৯৯ শতাংশ। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৫৩ জনের মধ্যে ৫১ জনই খুলনার। এছাড়া ঢাকায় ৪৬, চট্টগ্রামে ১৫, রাজশাহীতে ১২, বরিশালে ৩, সিলেটে ২, রংপুরে ১৫ এবং ময়মনসিংহে ৯ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৬৯৮ জন। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ লাখ ৩৩ হাজার ৮৯৭ জন।

গত ২৭ জুন থেকে করোনায় মৃত্যুর সংখ্যা একশর উপরে। এর মধ্যে জুলাইয়ের প্রথম দিন করোনায় রেকর্ড ১৪৩ জন মারা যান। সেই রেকর্ড তিন দিনও টিকল না।

গত বছরের ৮ মার্চ দেশে করোনাভাইরাস শনাক্ত হয় এবং ১৮ মার্চ দেশে করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print