
প্রভাতী ডেস্ক : শূন্য হওয়া তিন সংসদীয় আসনের উপনির্বাচন হবে আগামী ১৪ জুলাই। এসব আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রির শেষ হয়েছে বৃহস্পতিবার(১০ জুন)। জাতীয় সংসদের শূন্য ঘোষিত তিনটি আসনের উপনির্বাচনে নৌকার মনোনয়নপ্রত্যাশী ৯৪ জন। এই তিন আসনে কারা নৌকার টিকিট পাচ্ছেন তা চূড়ান্ত হবে শনিবার।
গত ৪ জুন থেকে ১০ জুন পর্যন্ত ৬ দিন মনোনয়নের জন্য আবেদনপত্র বিতরণ করে আওয়ামী লীগ। একই সময়ে জমাও নেওয়া হয়। তিন আসনের মধ্যে ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন ৩৪ জন। এছাড়া কুমিল্লা-৫ আসনে ৩৫ জন এবং সিলেট-৩ আসনে ২৫ জন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।
জানা গেছে, দল মনোনীত একক প্রার্থী চূড়ান্ত করতে শনিবার সকাল ১১টায় গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য আসলামুল হক, কুমিল্লা-৫ এ দলের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু এবং সিলেট-৩ এ মাহমুদুস সামাদ চৌধুরীর মৃত্যুতে আসন ৩টি শূন্য হয়। প্রয়াত তিন সংসদ সদস্যের সহধর্মিণীরা মনোনয়নের জন্য আবেদনপত্র ক্রয় করে জমা দিয়েছেন। সব মিলিয়ে তিন আসনে মোট ফরম বিক্রি হয়েছে ৯৪টি। প্রতিটি ফরম সংগ্রহ করতে হয় ৩০ হাজার টাকায়। সে অনুযায়ী ২৮ লাখ ২০ হাজার টাকার মনোনয়ন বিক্রি করেছে দলটি।