Search

শুক্রবার, ১২ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

শুক্রবার, ১২ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ শুক্রবার, ১২ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি

চট্টগ্রাম রিপোর্টার্স ক্লাবের নব কমিটির ১ম আলোচনা সভা

বক্তব্য রাখছেন এম নূরুল কবির

চট্টগ্রাম রিপোর্টার্স ক্লাবের নব কমিটির ১ম আলোচনা সভা সম্পন্ন হয়েছে। (৫ই জুন) বিকেল ৪টায় চট্টগ্রামের এক অভিজাত হোটেলে এই আলোচনা সভা হয়।

সংগঠনের কার্যকরী সভাপতি এম.শামীম চৌধুরীর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো: জিয়াউল হকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি এম.নূরুল কবির। তিনি তার বক্তব্যে বলেন, বর্তমানে সাংবাদিকরা নানাভাবে নির্যাতিত ও অবহেলিত। এই নির্যাতন নিপীড়ন থেকে বাঁচতে সংগঠিত হওয়ার বিকল্প নেই। সংগঠনের অগ্রগতির জন্য সংগঠনের সাথে সম্পৃক্ত সবাইকে আন্তরিক হওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন একে অপরের প্রতি সহানুভূতিশীল হতে হবে, কেউ বিপদে পড়লে সবাইকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে। সাংবাদিকদের যেকোন প্রয়োজনে তিনি নিজেও পাশে থাকার প্রতিশ্রুতি দেন। চট্টগ্রামে কর্মরত পেশাদার এবং অবহেলিত সাংবাদিকদেরকে নিজেদের অধিকার প্রতিষ্ঠায় চট্টগ্রাম রিপোর্টার্স ক্লাবের সাথে যুক্ত হওয়ার অনুরোধ জানান তিনি।

বক্তব্য রাখছেন এম.শামীম চৌধুরী

প্রধান বক্তার বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক মো: কামাল হোসেন বলেন, সাংবাদিকতা হলো সর্বোচ্চ ঝুঁকির পেশা। অনুসন্ধানী প্রতিবেদন করতে গিয়ে সাংবাদিকদেরকে অনেক সময় শারীরিক- মানসিকভাবে লাঞ্চিত হতে হয়। এই ধরনের অনুসন্ধানী প্রতিবেদনের সময় নিজেকে নিরাপদ রেখে সুকৌশলী হতে বলেন । সাংবাদিকদেরকে নির্যাতন-নিপীড়ন থেকে রক্ষার পাশাপাশি বিভিন্ন অধিকার আদায়েও এই সংগঠন নিরলসভাবে কাজ করে যাবে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি। কোন সদস্য ঝুঁকিপূর্ণ তথ্য সংগ্রহ করতে যাওয়ার সময় সংগঠনের সভাপতি/সম্পাদককে অবগত করার অনুরোধ জানান তিনি।

বক্তব্য রাখছেন মো. কামাল হোসেন

সভাপতির বক্তব্যে এম.শামীম চৌধুরী বলেন, যেদিকে যাই শুধু সাংবাদিক নির্যাতনের কথা শুনি। সাংবাদিকরা ঐক্যবদ্ধ হচ্ছে না তাই প্রতিনিয়ত নির্যাতিত -নিপীড়িত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন যদি আমরা সংগঠিত হই, একজনের বিপদে ১০ জন হাজির হই তাহলে নির্যাতনকারীরা নিজেরাও পালানোর পথ খুঁজে পাবে না। এসময় তিনি সংগঠনের সদস্যদেরকে দূর্নীতিমুক্ত থাকার অনুরোধ জানিয়ে বলেন, ব্যক্তিগত অপরাধ কর্মকান্ডে বিপদগ্রস্থ হয়ে সেখানে সহযোগিতা চেয়ে সংগঠনকে কলংকিত করা যাবে না। পেশাগত দায়িত্ব পালনে যেকোনো সমস্যা হলে সংগঠনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগীতার হাত বাড়িয়ে দেওয়া হবে।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি এইচ.এম শাহাদাত হোসেন সাজ্জাদ, সহ: সাধারণ সম্পাদক মো: মোফাচ্ছিরুল হক বাচ্চু, সাংগঠনিক সম্পাদক এম. সাদ্দাম হোছাইন সাজ্জাদ, আইন বিষয়ক সম্পাদক মো: রেজাউল করিম বাপ্পি, সহ-সাংগঠনিক সম্পাদক মো: আওলাদ হোসেন, অর্থ সম্পাদক শাহাদাত হোছাইন, ক্রীড়া সম্পাদক মো: মোসলেম উদ্দিন ইমন, নির্বাহী সদস্য কমল বড়ুয়া বিজয় এবং মো: রোকন উদ্দীন রোকন।

বক্তারা সবার সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনকে এগিয়ে নেওয়ার অনুরোধ জানান। একইসাথে কোন সদস্যের বিপদে-আপদে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ার পাশাপাশি চট্টগ্রামে কর্মরত অবহেলিত এবং পেশাদার সাংবাদিকদের অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারেরও ঘোষণা দেন।

উল্লেখ্য, সাংবাদিকের অধিকার আদায়ে সোচ্চার এই স্লোগানকে ধারণ করে ২০১৯ সালের ১০ই এপ্রিল আনুষ্ঠানিক ভাবে যাত্রা করে চট্টগ্রাম রিপোর্টার্স ক্লাব। প্রতিষ্ঠাকালীন কমিটি মেয়াদোত্তীর্ণ হলে ১০ই মে বর্তমান নতুন কমিটি ঘোষণা করা হয়।- বিজ্ঞপ্তি

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print