রবিবার, ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

রবিবার, ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার, ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

কর্দমাক্ত মানুষরা আমাকে জড়িয়ে ধরেছে তাই আমার গায়ে কাদা লেগেছে : এমপি বাবু

প্রভাতী ডেস্ক : একটি কুচক্রী মহলের ষড়যন্ত্রমূলক তথ্যের মাধ্যমে গণমাধ্যমে অপপ্রচার করা হয়েছে বলে মন্তব্য করেছেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মো. আকতারুজ্জামান বাবু। বুধবার (২ জুন) সন্ধ্যায় কয়রা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, একটি চক্র সব সময় সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। গত মঙ্গলবারের ঘটনাও তার বাইরে নয়। আমি যখন বাঁধ মেরামতের স্থানে যাই তখন সেখানে মানুষ কাঁদা মাটির মধ্যেই কাজ করছিলেন। এসময় অনেকে আমাকে জড়িয়ে ধরেছেন। তাদের কাঁদা আমার গায়ে লেগেছে। আমাকে বা ট্রলার লক্ষ্য করে কেউ কাঁদা ছোড়েননি।

এমপি বলেন, গণমাধ্যমে আমাকে জড়িয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। জামায়াত-বিএনপি ও দলের মধ্যে ঘাপটি মেরে থাকা কুচক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। সাংবাদিকদের কাছে অসত্য তথ্য উপস্থাপন করছেন তারা।

ওই চক্রটি সরকারের উন্নয়ন ও আমার সাংগঠনিক কার্যক্রম সহ্য করতে না পেরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করে জাতির কাছে আমার ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে অপচেষ্টায় লিপ্ত রয়েছেন।

এ সময় পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ার ইকবাল মন্টু, কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জিএম মোহসিন রেজা, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কেরামত আলী, পাইকগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড়, সাংগঠনিক সম্পাদক এস এম বাহারুল ইসলাম, উত্তর বেদকাশী ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম কোম্পানি, মহারাজপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন লাভলু প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print