
” আসুন আমরা একত্রিত হই ,গরীব দুঃখী মানুষ ও অনাথ শিশুদের সাহায্য করি।”
এই স্লোগানকে সামনে রেখে চট্রগ্রাম নগরীর মানব সেবার উজ্জল নক্ষত্র তিনজন ছাত্র মিলে গড়ে তুলেছে স্বেচ্ছাসেবী সংগঠন “লাইটস ফর পিপল।” অত্র সংগঠনের উদ্যেগে ৩০শে সেপ্টেম্বর রবিবার দুপুরে চট্টগ্রামের হাটহাজারীস্থ হযরত শাহজাহান শাহ এর মাজারের এতিমদের মাঝে খাবার বিতরণ করে | এসময় উপস্থিত ছিলেন অত্র সংগঠনের আহ্বায়ক এমদাদুল হক রনি, যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোমিন, সংগঠনের সদস্য সচিব ও সদস্যবৃন্দ।উল্লেখ্য যে ২০১৮ সালের জুনে অনাথ,অসহায় শিশুদের প্রাথমিক শিক্ষায় শিক্ষিত করা এবং তাদের কল্যাণে নিয়োজিত থাকার উদ্দেশ্য নিয়ে তিন মেধাবী ছাত্র রনি,ফরহাদ এবং মোমিন এই সংগঠন প্রতিষ্ঠা করেন। ২৬ জন নিয়ে যাত্রা করলেও বর্তমানে সংগঠনের সদস্য সংখ্যা ৪৭ জন।সমাজের অবহেলিত মানুষকে নিয়ে কাজ করে অনেক বেশী প্রশান্তি পান বলে জানান তারা।