Search

সোমবার, ১০ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

সোমবার, ১০ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ সোমবার, ১০ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি

খালেদা জিয়া-তারেকের কাছে নয়, ক্ষমা চান জনগণের কাছে- ওবায়দুল কাদের

প্রভাতী ডেস্ক : বিএনপি নেতাদের উদ্দেশ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়া বা তারেক রহমানের কাছে নয়, ক্ষমা যদি চাইতেই হয় তাহলে আগুন সন্ত্রাস আর নেতিবাচক রাজনীতির জন্য জনগণের কাছেই ক্ষমা চাওয়া উচিত।

মঙ্গলবার(৯ই ফেব্রুয়ারী) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার, সালেহপুর ও নয়ারহাটে তিনটি সেতু নির্মাণ প্রকল্পের আওতায় সালেহপুর সেতুর চার লেনবিশিষ্ট দ্বিতীয় সেতুর নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন তিনি।

৮ই ফেব্রুয়ারি খালেদা জিয়ার ৩য় কারাবন্দি দিবস উপলক্ষে ঢাকায় এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বক্তৃতায় বলেছেন, আমরা খালেদা জিয়া ও তারেক রহমানের কাছে ক্ষমা চাই।  আন্দোলন সংগ্রাম করে খালেদা জিয়াকে মুক্ত করতে না পারার জন্য।

এর প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের বলেন, ‘কর্মসূচি ঘোষণা দিয়ে বিএনপি নেতারা এখন বলছেন সংগঠনকে গুছিয়ে তার পর আন্দোলনে নামবেন।এতে জনগণ এখন বুঝে গেছে বিএনপির আন্দোলনের সক্ষমতা কতটুকু। তাদের এমন অজুহাতেই একযুগ পেরোল।  কর্মীরাও হতাশ।  গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমেই তারা সীমাবদ্ধ।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপিকে অপরাজনীতি এবং ষড়যন্ত্র ও অপপ্রচারে বিনিয়োগ না করে জনঘনিষ্ঠ ইস্যুতে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।  তিনি বলেন, বিরোধী দল হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করুন।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print