Search

শনিবার, ১৫ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

শনিবার, ১৫ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ শনিবার, ১৫ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি

দেশে গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত ২২৯২, প্রাণহানি ৩৭ জনের

প্রভাতী ডেস্ক : করোনা মহামারীতে গত ২৪ ঘণ্টায় দেশে ৩৭ জনের মৃত্যু হয়েছে। তাদের নিয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬ হাজার ৫২৪ জন।

বৃহস্পতিবার(২৬শে নভেম্বর) কোভিড রোগ নিয়ে হালনাগাদ তথ্য জানাতে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, এ সময় ২ হাজার ২৯২ জন নতুন করে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন। তাতে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৫৬ হাজার ৪৩৮ জনে।

দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করেছিল স্বাস্থ্য অধিদফতর। ৪ঠা নভেম্বর তা ৬ হাজার ছাড়িয়েছিল।

এর মধ্যে ৩০শে জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়। যা ১ দিনের সর্বোচ্চ মৃত্যু। করোনার প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ই মার্চ, তা সাড়ে ৪ লাখ পেরিয়ে যায় ২৪ নভেম্বর। এর মধ্যে গত ২রা জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরো ২ হাজার ২৭৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত ২৪ ঘণ্টায়। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৭১ হাজার ৪৫৩ জন হয়েছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে বিশ্বে শনাক্তের দিক থেকে ২৫তম স্থানে বাংলাদেশ, আর মৃতের সংখ্যায় ৩৩তম অবস্থানে।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print