মঙ্গলবার, ১৫ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

মঙ্গলবার, ১৫ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ মঙ্গলবার, ১৫ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

বাংলাদেশ থেকে গেছে সেটার প্রমাণ না থাকলে সৌদি রোহিঙ্গাদের পাসপোর্ট দেব না-পররাষ্ট্রমন্ত্রী

প্রভাতী ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, সৌদি আরব রোহিঙ্গাদের পাসপোর্ট দিতে চাপ দিলেও প্রমাণ ছাড়া পাসপোর্ট দেবে না বাংলাদেশ। ওইসব রোহিঙ্গাদের আগে পাসপোর্ট ছিল- এমন প্রমাণ দেখাতে না পারলে পাসপোর্ট দেয়া হবে না।

বৃহস্পতিবার(২৪শে সেপ্টেম্বর) মন্ত্রী তার দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী চলমান এই সংকটের বিষয়ে বলেন, ৩০-৪০ বছর আগে তৎকালীন সৌদি বাদশা ঘোষণা করেন, রোহিঙ্গাদের তিনি তার দেশে আশ্রয় দেবেন। অনেক রোহিঙ্গা তখন সৌদি আরবে যায়। কিন্তু তাদের কোনো পাসপোর্ট ছিলো না। এখন সৌদি আরব বলছে, তাদের দেশে তারা কোনো রাষ্ট্রহীন ব্যক্তিকে রাখে না।তারা বলছে, রোহিঙ্গারা অনেকেই বাংলাদেশ থেকে এসেছে। এ কারণে বাংলাদেশকে ওইসব রোহিঙ্গাদের পাসপোর্ট দিতে বলে তারা। আমরা বলেছি যে, আগে কখনো ওদের পাসপোর্ট দেয়া হয়েছে এবং তারা যদি এমন প্রমাণাদি দেখাতে পারে যে, তারা কখনো বাংলাদেশে ছিল- কেবল তাহলেই তাদেরকে পাসপোর্ট ইস্যু করব।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তারা (সৌদি আরব) বলেছে, পাসপোর্ট ইস্যুর অর্থ এই নয় যে, তাদের আমরা বিতাড়িত করব। যেহেতু আমরা কোনো স্টেটলেস লোক রাখি না, সেজন্য তাদের পাসপোর্ট দরকার। এ অবস্থায় আমাদের আলোচনা হচ্ছে।

তবে ৫৪ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট না দিলে সৌদিতে থাকা ২২ লাখ প্রবাসীর সঙ্গে নেতিবাচক আচরণ করা হবে বলে দৃষ্টি আকর্ষণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, কিছু দুষ্টু প্রকৃতির লোক সব জায়গায় আছে। তারা উসকানি দেয়, উসকানি দেয়ার যথেষ্ট কারণও আছে। কারণ আমাদের শ্রমিক সবচেয়ে বেশি সৌদি আরবে। যারা আমাদের প্রতিদ্বন্দ্বী তারা এ নিয়ে অসন্তুষ্ট, তাই তারা এসব বলে রটাচ্ছে।

আবদুল মোমেন বলেন, সৌদিতে মাত্র ৪৬২ জন রোহিঙ্গা নিজেদের বাংলাদেশি বলে দাবি করছে। সৌদি আরব বলছে, আপনারা এদের নিয়ে যান। ওরা বিভিন্ন অপরাধের কারণে এখন জেলে।

তিনি বলেন, আমরা চেক করে দেখেছি, ৭০-৮০ জনের মনে হয় বাংলাদেশি পাসপোর্ট ছিল। বাকিদের বিষয়ে আমরা জানি না। যাদের বাংলাদেশি পাসপোর্ট ছিল, তাদের ডকুমেন্ট দিয়ে ফিরিয়ে আনা হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print