Search

মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

পুকুরে ডুবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিবের নাতি-নাতনির মৃত্যু !

প্রভাতী ডেস্ক :পুকুরে ডুবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আল্লামা আনোয়ার হোসাইন তাহির জাবেরী আল মাদানীর নাতি এবং নাতনির মৃত্যু হয়েছে। লক্ষ্মীপুরের রায়পুর হায়দারগঞ্জে এই মর্মান্তিক ঘটনা ঘটে। তারা হলো- সাইয়্যেদ মুফতি তাহের জাবেরীর মেয়ে আরিয়া আক্তার (৬) ও সাইয়্যেদ ফয়সালের ছেলে ফাইয়াজ হোসেন (৭)। তারা একে অপরে চাচাতো ভাই-বোন। আজ শুক্রবার (২৬ জুন) সকালে এই ঘটনা ঘটে।

পুলিশ ও নিহত শিশুদের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে খেলতে ঘর থেকে বের হয় দুই শিশু। কিন্তু আর ঘরে না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজ শুরু করেন স্বজনরা। এক পর্যায়ে বাড়ির পুকুরে দুই শিশুর দেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা।

পরে তাদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print