
প্রভাতী ডেস্ক : চট্টগ্রামে নতুনভাবে করোনা শনাক্ত ১৭১ জনের মধ্যে ৭৯ জন নগরের এবং ৯২ জন হচ্ছে বিভিন্ন উপজেলার।
মঙ্গলবার (১৬ জুন) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।
তিনি জানান, চট্টগ্রামে ৫টি ল্যাবে ৫৯৯ জনের নমুনা পরীক্ষা করা হয় আর তাতে নতুনভাবে ১৭১ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে ৭৯ জন হচ্ছে নগরের ও ৯২ জন হচ্ছে বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ৫ হাজার ৪০৬ জনে। একইসাথে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে আরো ৩জনের, সবাই নগরের। অন্যদিকে, সুস্থ হয়েছেন ৫৬ জন। যাদের মধ্যে নগরের ১৭ জন ও বিভিন্ন উপজেলার ৩৯ জন।
সিভিল সার্জন আরও জানান, সোমবার (১৫ জুন) ফৌজদারহাটের চট্টগ্রামের প্রধান নমুনা পরীক্ষাকেন্দ্র বিআইটিআইডিতে ২৩৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। সেখানে ৪৬ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। যাদের মধ্যে ১৯ জন নগরের ও ২৭ জন উপজেলার বাসিন্দা।
এদিকে চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে ১৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। যাদের মধ্যে ৫৯ জনের করোনা মিলেছে। এর মধ্যে ১৯ জন নগরের ও ৪০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৩৭ জনের নমুনা পরীক্ষা করে ৪২ জনের করোনা মিলেছে। এদের মধ্যে ৪০ জন নগরের ও ২ জন বিভিন্ন উপজেলার।
এছাড়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪৪ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে একজন নগরের ও বাকি ১৪ জন বিভিন্ন উপজেলার।
অন্যদিকে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ২৮ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৯ জনের করোনা পাওয়া গেছে, যাদের সবাই উপজেলার।
চট্টগ্রামের উপজেলায় নতুন শনাক্ত ৯২ জনের মধ্যে সর্বোচ্চ আক্রান্ত রোগী পাওয়া গেছে রাউজান উপজেলায়। সেখানে একদিনেই মিলেছে ২০ জন। একইসাথে, লোহাগাড়া, সাতকানিয়া ও মিরসরাইয়ে শনাক্ত হয়েছে ১২ জন করে রোগী। এছাড়া হাটহাজারীতে ১১ জন, বোয়ালখালীতে ১০ জন, আনোয়ারা ও ফটিকছড়িতে ৫ জন করে, সীতাকুণ্ডে ৪ জন এবং বাঁশখালীতে ১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
এই নিয়ে চট্টগ্রামে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৫ হাজার ৪০৬ জন। যাদের মধ্যে ৪৫৮ জন সুস্থ হলেও এখন পর্যন্ত মারা গেছেন ১২৪ জন।