
প্রভাতী ডেস্ক : মহামারী করোনা ভাইরাসের কারণে পৃথিবীতে ৪ লক্ষ ৪০ হাজার মানুষের প্রাণহানি হয়েছে। এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিজ্ঞানীদের ঘুম হারাম। কখন করোনার প্রতিষেধক আবিষ্কার করা সম্ভব তা নিয়েও সঠিক কোন তথ্য নেই। করোনাভাইরাস নির্মূলে কত গবেষণা হয়েছে তার কোনো ইয়াত্তাও নেই। অনেক গবেষণার পর বেরিয়ে এসেছে কিছু তথ্য। এবার ভারতের চেন্নাইয়ের এক বিজ্ঞানীর দাবি, করোনার জন্ম এক সূর্যগ্রহণ থেকে, আবার বিদায়ও হবে আরেক সূর্যগ্রহণ দিয়ে। মানে পরবর্তী সূর্যগ্রহণ ২১ জুন। খবর হিন্দুস্তান টাইমস
ভারতের পারমাণবিক ও ভূ-বিজ্ঞানী ড. কেএল সুন্দর কৃষ্ণা এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করলেন। তার দাবি, করোনাভাইরাসের সঙ্গে সূর্যগ্রহণের যোগসূত্র রয়েছে।
মহাজাগতিক ঘটনার ফলাফল এই মহামারি। মহাকাশ থেকেই এসেছে এই মারণ ভাইরাসটি। গত বছরের ২৬ ডিসেম্বর ছিল সূর্যগ্রহণ। তারপর থেকেই এমন একটা ভাইরাস ছড়িয়ে পড়ার খবর পাওয়া গিয়েছিল বলে উল্লেখ করেন ভারতীয় ওই বিজ্ঞানী। তবে সর্বস্বীকৃত তথ্য হচ্ছে, চীনের উহান শহরে গত বছরের ৩১ ডিসেম্বর প্রথম করোনাভাইরাসের সংক্রমণের পাওয়া যায়।
ড. কেএল সুন্দর কৃষ্ণা জানান, সূর্যগ্রহণের সময় পৃথিবীর বায়ুমণ্ডলে তড়িতাহত কণাদের মধ্যে একটা বড়সড় রাসায়নিক বদল হয়েছিল। এমন এক বায়ো-নিউক্লিয়ার রিঅ্যাকশন যার কারণে নিউট্রনের বদল শুরু হয়। এমন এক পরিস্থিতি তৈরি হয় যাতে করোনাভাইরাসের নিউক্লিয়াস তৈরি হয়।