Search

রবিবার, ১৬ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

রবিবার, ১৬ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার, ১৬ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি

২৪ ঘন্টায় নতুন করোনা আক্রান্ত ৪৯২, মৃত্যু ১০ জন !

প্রভাতী ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরো ৪৯২ জন ও নতুন সুস্থ হয়েছেন ১০ জন।

এ নিয়ে দেশে করোনায় মোট ১০১ জনের মৃত্যু, ২,৯৪৮ জন আক্রান্ত হলেন। এছাড়া মোট ৮৫ জন করোনা রোগী সুস্থ হলেন।

সোমবার(২০ এপ্রিল) বেলা আড়াইটার পর অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

আজকের ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অধিদফতরের কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. শহীদুল্লাহ।

পিপিইসহ চিকিৎসা সামগ্রী গ্রহণ এবং তা চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের মধ্যে বিতরণের তথ্যও তুলে ধরেন তিনি। ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ২,৭৭৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪৯২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে মারা গেছে ১০ জন। এছাড়া আক্রান্তদের মধ্যে ১০ সুস্থ হয়েছেন।

করোনার বিস্তাররোধে সবাইকে বাড়িতে থাকার এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলারও আহ্বান জানান তিনি।

প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print