Search

মঙ্গলবার, ৯ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

মঙ্গলবার, ৯ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ মঙ্গলবার, ৯ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি

চট্টগ্রাম জেলার নতুন এসপি রশিদুল হক !

প্রভাতী ডেস্ক: চট্টগ্রাম জেলা পুলিশের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন হয়েছেন এস এম রশিদুল হক।

বৃহস্পতিবার(১৯ নভেম্বর) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ শাখা-১ অধিশাখা থেকে এক প্রজ্ঞাপনে এই বদলি আদেশ জারি করা হয়। তবে চট্টগ্রাম-৮ সংসদীয় আসনের উপ-নির্বাচনের কারণে আগামী ১৩ জানুয়ারির পর এই আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

পুলিশ সুপার এস এম রশিদুল হক বর্তমানে লালমনিরহাট জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে চট্টগ্রামের পুলিশ সুপার নুরে আলম মিনা অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি হওয়ায় নতুন পুলিশ সুপার হিসেবে এস এম রশিদুল হককে লালমনিরহাট থেকে চট্টগ্রামে বদলি করা হয়।

এছাড়া একই প্রজ্ঞাপনে চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার আবদুল ওয়ারীশকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার হারুনুর রশীদ হাযারীকে ঢাকা পিএন্ড আইএম এর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print