Search

বুধবার, ৫ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

বুধবার, ৫ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ বুধবার, ৫ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি

ট্রেজারার ড. সরওয়ার জাহান ও সাবেক রেজিস্ট্রার মো. মোজাম্মেল হক বিরুদ্ধে এই অভিযোগ উঠে

সাউদার্ন ইউনির্ভাসিটিতে ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলা

উক্ত টাকা কোন খাতে খরচ করা হয়েছে তার প্রমাণ দেখাতে পারেননি

চট্টগ্রামের সাউদার্ন ইউনির্ভাসিটির ট্রেজারার ড. সরওয়ার জাহান ও সাবেক রেজিস্ট্রার মো. মোজাম্মেল হক বিরুদ্ধে প্রায় সাড়ে ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. আলমগীর হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

এজাহার অনুযায়ী, ২০০৭ সাল থেকে বিশ্ববিদ্যালয়ের আপদকালীন তহবিলের জন্য সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের নামে ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের প্রবর্তক শাখায় একটি অ্যাকাউন্ট খোলা হয়। ওই অ্যাকাউন্ট থেকে ট্রেজারার ড. সরওয়ার জাহানের স্বাক্ষরে ছয় কোটি তিন লাখ ৬৮ হাজার ৭৩০ টাকা উত্তোলন করা হয়। তবে এই টাকা কোন খাতে খরচ করা হয়েছে তার প্রমাণ দেখাতে পারেননি তিনি।

এজাহারে আরও উল্লেখ কর হয়, সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের নামে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংক পরিচালনা করা হয়। কিন্তু এজেন্ট ব্যাংকের কোনো কমিশন বিশ্ববিদ্যালয়ের হিসাবে জমা হয়নি। উল্টো বিশ্ববিদ্যালয়ের খরচ থেকে এজেন্ট ব্যাংকে নিয়োজিত কর্মচারীকে বেতনের নামে ৮৮ হাজার ৭৩৮ টাকা দেওয়া হয়।

এ ছাড়া ঋণ গ্রহণ না করা সত্ত্বেও পরবর্তীতে ঋণ পরিশোধের নামে বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে ২৮ লাখা আট হাজার ৯৯০ টাকা আত্মসাৎ করা হয় বলে এজাহারে বলা হয়েছে।

দুদকের উপপরিচালক মো. আলমগীর হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের আপদকালীন তহবিল থেকে ঋণ পরিশোধের নামে প্রায় সাড়ে ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print