শনিবার, ১০ই মে ২০২৫ খ্রিস্টাব্দ

শনিবার, ১০ই মে ২০২৫ খ্রিস্টাব্দ শনিবার, ১০ই মে ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই জিলকদ ১৪৪৬ হিজরি

বেগম জিয়ার জন্য ৩ আসনে মনোনয়ন সংগ্রহ

নিজস্ব প্রতিনিধি: গতকাল নির্বাচনে যাওয়ার সিদ্ধান্তের পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বিএনপি। সোমবার (১২ নভেম্বর) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল সাড়ে ১০ থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হলেও সকাল ৮টা থেকেই থেকেই সারাদেশের মনোনয়ন প্রত্যাশীরা ভীড় জমাতে থাকেন নয়াপল্টনের কার্যালয়ের সামনে। ঢোল তবলা আর বাদ্যযন্ত্রের তালে তালে নেতাকর্মীদের বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস দেখা যায়।

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামে প্রথম মনোনয়ন ফরম বিক্রির মধ্য দিয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে দলটি। খালেদা জিয়ার নামে তিনটি আসনের মধ্যে ফেনী-০১ আসনের মনোনয়ন ফরম গ্রহণ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বগুড়া সদর-৬ আসনের মনোনয়ন গ্রহন করেছেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং বগুড়া-৭ আসনের মনোনয়ন ফরম গ্রহন করেছে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

এসময় বিএনপির মহাসচিব মির্জ্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বেগম খালেদা ও নেতাকর্মীদের মুক্তির দাবিতে নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি। এটা আমাদের আন্দোলনের অংশ। এর মধ্য দিয়েই আমরা আমাদের দেশনেত্রীকে মুক্ত করবো এবং আমরা গণতন্ত্রকে ফিরিয়ে আনবো।’

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print