Search

বৃহস্পতিবার, ৬ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

বৃহস্পতিবার, ৬ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার, ৬ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি

ইভিএম নিয়ে অপপ্রচারকারীকে চিহ্নিত করতে চট্টগ্রামের ডিসিকে নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মজিবুল হক চৌধুরীর একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে তিনি দাবি করেছেন, ভোটকেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) বাটন টিপতে না পারলে তা টিপে দেওয়ার জন্য নিজের লোক রাখবেন। তার এই বক্তব্য নির্বাচন কমিশনের (ইসি) নজরে আসে।

এরপরই ইভিএম নিয়ে অপপ্রচারকারীকে চিহ্নিত করে তার প্রতিবেদন জমা দিতে চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) নির্দেশ দিয়েছে ইসি। মঙ্গলবার (৩১ মে) ইসির যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, ইভিএমের ভোট সম্পর্কে বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মুজিবুল হক চৌধুরীর ফেসবুকে অপপ্রচারের বিষয়টি যাচাই করে প্রকৃত ঘটনা এবং এর জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন পাঠাতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার নির্দেশ দেওয়া হয়েছে।

গত শনিবার বিকেলে বাংলাবাজার এক নম্বর ওয়ার্ডে প্রচারণা চালান মজিবুল হক। সেখানে ভোটারদের উদ্দেশে হ্যান্ডমাইকে তিনি বক্তব্য দেন। বলেন, ‘ইভিএম করেছে সরকার। একটু কষ্ট করে গিয়ে আঙুলে চাপ দিয়ে ভোট দিতে হবে। চাপ দিতে না পারলে চাপ দেওয়ার জন্য সেখানে আমি মানুষ রাখবো।’

তিনি আরও বলেন, ‘রিকশা করে পারেন, যেভাবে পারেন ভোটটা দেওয়ার ব্যবস্থা করেন। ইভিএম না হলে সব সিল আমিই মেরে দিতাম, কাউকে খুঁজতাম না। কথা বোঝেননি, ইভিএমে আইডি কার্ড না ঢুকালে ভোট হয় না। না হলে আমি ভোট রাতেই নিয়ে নিতাম। তাই আপনাদের কষ্ট করে জাতীয় পরিচয়পত্র নিয়ে যেতে হবে।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print