Search

শুক্রবার, ১২ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

শুক্রবার, ১২ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ শুক্রবার, ১২ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি

বাঁশখালী ইউপি নির্বাচন: আমি সরকারি দলের লোক, আমার সরকারি গুন্ডা আছে

বিশেষ প্রতিনিধি: আপনারা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন। যত বড় গুন্ডা হোক, যত বড় পয়সাওয়ালা হোক। একবিন্দু মাত্র বিশৃঙ্খলা করার সুযোগ নেই। আমি সরকারি দলের লোক। আমার তো সরকারি গুন্ডা আছে, লাইসেন্সধারী।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী জাকের হোসেন চৌধুরী বাচ্চু নির্বাচনী সভায় এমন বক্তব্য দিয়েছেন। গত সোমবার সন্ধ্যায় দেয়া তার এমন বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

৪০ সেকেন্ডের ওই ভিডিওতে জাকের হোসেন চৌধুরী বাচ্চুকে বলতে শোনা যায়, স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবেন। এখানে যত বড় গুণ্ডা হোক, যত বড় পয়সাওয়ালা হোক। বিন্দুমাত্র বিশৃঙ্খলা করতে পারবে না। আমি সরকারি দলের লোক। আমার তো সরকারি গুণ্ডা আছে। আছে না? লাইসেন্সধারী! এরা কি এদের কাজ করবে? নাকি আমি নির্দেশ দিলে আমার কাজ করবে? এখানে এত হুমকি-ধমকি ভয়টয় আপনারা করবেন না। এগুলো আপনারা জানেন। আপনারা ভালোভাবে জানেন, এই এলাকায়, এই প্রেমবাজারে এক সময় ডাকাতের অভয়ারণ্য ছিল। ডাকাতরা এমনভাবে গর্জন করতো। রাতে ডাকাতি করে দিনের বেলায় এখানে জুয়া খেলা দিত, এরা আওয়ামী লীগের নামধারী ছিল বলে।

এ প্রসঙ্গে জানতে চাইলে চেয়ারম্যান প্রার্থী জাকের হোসেন চৌধুরী বাচ্চু বলেন, ওখানে আমি এরকম বলি নাই। আমার বক্তব্যকে বিকৃত করেছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমার সাথে গুণ্ডামি করবে বলতেছে তো। ওরা ভোট নিয়ে নেবে; আমার এজেন্ট দিতে দিবে না। এজন্য এটার জবাবে আমি বলেছি, গুণ্ডামি করলে তো আমিই করতে পারবো। কারণ, আমি সরকারি লোক। বেসরকারি লোকের গুণ্ডামি করার সুযোগ আছে? বাহাদুরি করার সুযোগ আছে?

এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, লাইসেন্সধারী বলতে উনি কী বুঝাতে চেয়েছেন সেটা উনি জানেন। তবে নির্বাচন অফিস থেকে ফোন করে আমাকে উনার বিষয়ে খোঁজখবর নিতে বলেছে।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফয়সাল আলম বলেন, ভিডিওটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। তার বিরুদ্ধে চিঠি ইস্যু হচ্ছে। এ বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print