Search

বৃহস্পতিবার, ৬ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

বৃহস্পতিবার, ৬ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার, ৬ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি

‘খালেদার লিভার সংক্রান্ত জটিলতা রয়েছে, যার চিকিৎসা দেশে নেই’- ডা. সিদ্দিকী

প্রভাতী ডেস্ক : হাসপাতালে সংক্রমণের ঝুঁকি থাকায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বাসায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসক দলের প্রধান অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।

শনিবার (১৯ জুন) রাতে খালেদা জিয়া তার বাসভবন ফিরোজায় পৌঁছানোর পর বাসার সামনে সাংবাদিকদের ডা. সিদ্দিকী এ তথ্য জানিয়েছেন।

এফ এম সিদ্দিকী বলেন, ‘হাসপাতালে বেগম খালেদা জিয়া বারবার সংক্রমিত হচ্ছিলেন এবং আমরা খুব সহজেই নির্ণয় করতে পেরেছি এই জীবাণু কোত্থেকে এসেছে। এটা হাসপাতালে তৈরি। হাসপাতাল উনার জন্য এই মুহূর্তে খুবই ঝুঁকিপূর্ণ। উনি এখন স্থিতিশীল অবস্থায় আছেন তাই বাসায় আনা হয়েছে। দু-তিন সপ্তাহ পরে উনাকে আবার নিয়মিত কিছু পরীক্ষার জন্য হাসপাতালে নেয়া লাগতে পারে।’

তিনি আরো বলেন, ‘খালেদা জিয়ার লিভার সংক্রান্ত জটিলতা রয়েছে। এর চিকিৎসা বাংলাদেশে নেই। তিনি বাসায় চিকিৎসকদের নজরদারিতে থাকবেন, বাসায় তার চিকিৎসা চলবে।’

এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার, শায়রুল কবির খান প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print