
প্রভাতী ডেস্ক : করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে চট্টগ্রাম চিড়িয়াখানা দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (৩১ মার্চ) রাতে চট্টগ্রাম চিড়িয়াখানা নির্বাহী কমিটির সদস্য সচিব ও হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন এ তথ্য জানিয়েছেন।
রুহুল আমিন জানান, সার্বিক করোনা পরিস্থিতি বিবেচনায় ১লা এপ্রিল থেকে ১৪ই এপ্রিল পর্যন্ত দুই সপ্তাহের জন্য চট্টগ্রাম চিড়িয়াখানা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক।
করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর গত বছরের ১৯ মার্চ থেকে চট্টগ্রাম চিড়িয়াখানা বন্ধ করে দেওয়া হয়েছিল। মহামারি পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলে পাঁচ মাসেরও বেশি সময় পর আবারো দর্শনার্থী প্রবেশের অনুমতি দেওয়া হয়।