রবিবার, ২০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

রবিবার, ২০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার, ২০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

দেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ৪৫, নতুন শনাক্ত ৫০৪২ জন !

প্রভাতী ডেস্ক : মহামারী করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৪৫ জনের প্রাণহানি ঘটেছে।এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮,৯৯৪। একইসাথে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৫,০৪২ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৫ হাজার ৯৩৭ জনে।

আজ মঙ্গলবার (৩০শে মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো ২,১৬২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৪০ হাজার ১৮০ জন।

এর আগে গতকাল সোমবারও (২৯ মার্চ) দেশে করোনা শনাক্ত হয় ৫,১৮১ জনের দেহে। মারা গিয়েছিল ৪৫ জন।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যানমূলক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার (৩০ মার্চ) বিকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৮৩ লাখ ৪৭ হাজার ৩০৭ জন। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ লাখ ৬ হাজার ৭৬০ জনে। অন্যদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ কোটি ৩৫ লাখ ৫২ হাজার ৫৬৭ জন।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print