
নিজস্ব প্রতিবেদক: বিজনেস, বিনোদন, শপিং এবং ফ্যামিলি এন্টারটেইনমেন্টের পরিপূর্ণ আয়োজন নিয়ে চট্টগ্রামের চকবাজারে উদ্বোধন হতে যাচ্ছে সুপার মল ‘বালি আর্কেড’।
আগামী শুক্রবার (২রা এপ্রিল) পুরো চট্টগ্রাম নগর মাতিয়ে বর্ণাঢ্য এবং জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাণিজ্য ও বিনোদনের প্রাণকেন্দ্র বালি আর্কেড সর্ব সাধারণের জন্য উন্মুক্ত করা হবে।
শেঠ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান শেঠ প্রপার্টিজ লিমিটিডের একটি সিগনেচার প্রকল্প হিসেবে বিশ্বমানের সুবিধা নিয়ে নান্দনিক শৈল্পিকতায় নির্মিত বালি আর্কেডের উদ্বোধন এবং নগরবাসীকে এই সুপারমল সম্পর্কে অবহিত করতে সপ্তাহব্যাপী প্রচারণামূলক নানা কর্মসূচি হাতে নিয়েছে কর্তৃপক্ষ।
এই বিষয়ে শেঠ প্রপার্টিজ লিমিটিডের ব্যবস্থাপনা পরিচালক সোলায়মান আলম শেঠ জানান, ১১ তলা বিশিষ্ট স্বয়ংসম্পূর্ণ বাণিজ্যিক কমপ্লেক্স হিসেবে বালি আর্কেড প্রকল্পটি নির্মিত হয়েছে শহরের প্রাণকেন্দ্র চকবাজার সিরাজউদ্দৌলা সড়কে। এই প্রকল্পে সিনেপ্লেক্স, ফুডকোট, কনভেনশন হলসহ সর্বমোট ২৫০টি শপ, শো-রুম এবং ডিসপ্লে সেন্টার রয়েছে। বিশ্বমানের আর্কিটেকচারাল ডিজাইনে নির্মিত এই প্রকল্পে রয়েছে ৩০ হাজার স্কয়ার ফিটের দেশের অন্যতম বৃহৎ এমিউজমেন্ট পার্ক ও তিনটি সিনেপ্লেক্স। রয়েছে চট্টগ্রামের প্রথম এবং সর্ববৃহৎ অভিজাত শ্রেণির ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ডেস্টিনেশন ‘ক্যাসাব্লাংকা’।
বিশ্বমানের সুপারমল বালি আর্কেডে আরো রয়েছে আন্তর্জাতিকমানের পৃথক পৃথক কুইজিন বেইস ফুডকোট, স্বতন্ত্র লেডিস জোন। যেখানে ক্রেতা-বিক্রেতা সকলেই থাকবেন নারী। এছাড়া রয়েছে বিভিন্ন ব্র্যান্ডশপ সম্বলিত মোবাইল ফোন, মোবাইল এক্সেসরিজ, কসমেটিক জোন, জেন্টস ব্র্যান্ডশপ, লাইফস্টাইল, পার্লারসহ বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ড প্রতিষ্ঠান। পুরো শপিং মলটিই ফ্রি ওয়াইফাই-এর আওতাভুক্ত রেখেছে কর্তৃপক্ষ। বিজ্ঞাপনসহ বিভিন্ন ভিডিও কনটেন্ট প্রদর্শনের শপিংমলের সম্মুখে স্থাপন করা হয়েছে দুটি সুবিশাল জায়ান্ট সিনে স্ক্রিন।
কর্তৃপক্ষ আরো জানায়, বালি আর্কেডের উদ্বোধন উপলক্ষে ২৭ মার্চ থেকে প্রতিদিন ফানুস উড়ানো কর্মসূচির মাধ্যমে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। অন্যান্য আয়োজনের মধ্যে রয়েছে- বালি আর্কেডের ব্র্যান্ড এম্বেসেডররা ভ্রাম্যমাণ হিউমেন বিলবোর্ড হিসেবে নগরবাসীর কাছে বালি আর্কেডের পরিচিতি তুলে ধরবে। বালি আর্কেডে লগো ও ট্রাফিক সাইন সম্বলিত প্ল্যাকার্ডের মাধ্যমে দিনব্যাপী সহায়তা করবে ট্রাফিক পুলিশকে। সমগ্র চকবাজারে আলোকসজ্জার পাশাপাশি আতশবাজির জমকালো আয়োজন রাখা হয়েছে উদ্বোধন অনুষ্ঠানে। উদ্বোধনের আগে পুরো বালি আর্কেডে পর্দা দিয়ে ঢাকা থাকবে। দীর্ঘদিন ধরে নান্দনিক এই বাণিজ্যিক কমপ্লেক্সটি নির্মাণে যে সকল শ্রমিক তাদের শ্রম ঘাম দিয়েছেন সেই শ্রমিকরা সম্মিলিতভাবে বালি আর্কেডের উদ্বোধন করবেন।
এছাড়া উদ্বোধনের দিন অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ এবং কলকাতার জনপ্রিয় চলচ্চিত্র তারকা অভিনেত্রী জয়া আহসান। উদ্বোধনের দিন ছাড়াও পুরো রমজান মাসজুড়ে নানা আনুষ্ঠানিকতায় বালি আর্কেডে দেশখ্যাত তারকাদের অংশগ্রহণ থাকবে। রমজানে বালি আর্কেড থেকে শপিং করলেই সকল ক্রেতা পাবেন বিশেষ উপহার। পুরো মাসজুড়ে আগত ক্রেতাদের নানাভাবে সম্মানিত করবে বালি আর্কেড কর্তৃপক্ষ। জমকালো এবং নজরকাড়া আয়োজনে সুপার মল বালি আর্কেডের উদ্বোধন অনুষ্ঠান সমগ্র চট্টগ্রাম নগরীতে চমক সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।