Search

শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই সফর ১৪৪৭ হিজরি

চট্টগ্রামে হাফেজি মাদ্রাসায় শিশু মারধরের ঘটনায় সেই শিক্ষক কারাগারে

প্রভাতী ডেস্ক :চট্টগ্রামের হাটহাজারীর একটি হাফেজি মাদ্রাসায় আট বছর বয়সী এক ছাত্রকে বেধড়ক পেটানোর মামলায় গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক মাওলানা মো. ইয়াহিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিহান সানজিদা শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিকে শিশু নির্যাতনের ঘটনায় প্রশাসন কী ব্যবস্থা নিয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট। ১৪ মার্চের মধ্যে এ বিষয়ে আদালতকে জানাতে বলা হয়েছে।

রাষ্ট্রপক্ষ বিষয়টি আদালতের নজরে আনলে আজ বিচারপতি নাজমুল আহাসান ও বিচারপতি শাহেদ নূর উদ্দিনের সমন্বয়ে গঠিত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হুমায়ুন কবির জানান, গ্রেপ্তার হওয়া মাদ্রাসা শিক্ষককে আজ কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এর আগে গতকাল বুধবার ওই শিশু শিক্ষার্থীকে মারধরের ঘটনার একটি ভিডিও ভাইরাল হলে দেশজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়।

এদিকে ওই ঘটনায় থানায় মামলা করেছে শিশুটির পরিবার। গতকাল বুধবার সন্ধ্যায় গ্রামের বাড়ি রাঙ্গুনিয়ার সরফভাটা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত মঙ্গলবার রাতে ওই শিক্ষককে মাদ্রাসা থেকে বহিষ্কার করা হয়। মাওলানা ইয়াহিয়া হাটহাজারী সদরের মারকাযুল ইসলামিক একাডেমি নামের হাফেজি মাদ্রাসার শিক্ষক।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print