
প্রভাতী ডেস্ক : সরকার করোনার ভ্যাকসিন কার্যক্রম ইতোমধ্যে শুরু করেছে। ভ্যাকসিন নেয়ার ক্ষেত্রে রাষ্ট্রের প্রতিজন নাগরিককে বিশেষ অনলাইন প্রক্রিয়া অনুসরণ করতে হবে। নাগরিকদের ভ্যাকসিন নিশ্চিত করতে সরকার ‘সুরক্ষা’ নামে গুগল প্লে-স্টোরে একটি অ্যাপ এনেছে। অ্যাপটি ডাউনলোড করে রেজিস্ট্রেশন করতে হবে।
অ্যাপটি ডাউনলোড করে এনআইডি বা জাতীয় পরিচয়পত্র এবং ফোন নাম্বার দিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে। এছাড়াও ফর্মে নাম, ঠিকানা, পিতা-মাতার নামসহ যাবতীয় তথ্য প্রদান করতে হবে।
প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিষ্ট্রেশন সম্পন্ন হবার সাথে সাথেই একটি কার্ড রেজিস্ট্রেশনকারীকে দেয়া হবে। যা প্রিন্ট করে নির্দিষ্ট টিকাদান কেন্দ্রে যেতে হবে।
প্রতিজন নাগরিক ভ্যাকসিনের দুইটি করে ডোজ পাবেন। ডোজ দুটি গ্রহণের তারিখ,সময় ও টিকাকর্মীর নাম কার্ডে উল্লেখ থাকবে। ইতোমধ্যে সরকারের কয়েকজন মন্ত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, সেনা কর্মকর্তা এবং হাইকোর্টের বিচারপতিরা টিকা নিয়েছেন।