Search

বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

চসিক নির্বাচন : মেয়র নির্বাচিত হলেন রেজাউল করিম চৌধুরী

প্রভাতী ডেস্ক : চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরী। বুধবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে এই বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।

৭৩৫টি কেন্দ্রের মধ্যে ৭৩৩টির ফল ঘোষণা করা হয়েছে। ফল ঘোষণা স্থগিত করা হয়েছে ২ টি কেন্দ্রের।  ঘোষিত বেসরকারি ফল অনুসারে মোট ভোটের সংখ্যা ৪ লাখ ৩৬ হাজার ৫৪০টি। এর মধ্যে রেজাউল করিম পেয়েছেন ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট। তার  নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির (ধানের শীষ প্রতীক) প্রার্থী ডা. শাহাদাত হোসেন পেয়েছেন ৫২ হাজার ৪৮৯ ভোট।

অন্যান্য মেয়র প্রার্থীদের মধ্যে মোমবাতি  প্রতীক নিয়ে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এম এ মতিন পেয়েছেন ২ হাজার ১২৬ ভোট, হাত পাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জান্নাতুল ইসলাম পেয়েছেন ৪ হাজার ৯৮০ ভোট, চেয়ার প্রতীক নিয়ে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ পেয়েছেন ১ হাজার ১০৯ ভোট ও হাতি প্রতীক নিয়ে স্বতন্ত্র হিসেবে খোকন চৌধুরী পেয়েছেন ৮৮৫ ভোট।

বুধবার (২৭ জানুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে একটানা চলে বিকাল ৪টা পর্যন্ত। বিকেল ৪টায় ভোট গ্রহণ শেষে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম জিমনেসিয়াম হলে ভোট গণনা শুরু হয়। সেখানে উপস্থিত থেকে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামান।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print