Search

শুক্রবার, ১লা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

শুক্রবার, ১লা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ শুক্রবার, ১লা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই সফর ১৪৪৭ হিজরি

আবারো কাউন্সিলর হতে পারলে এলাকায় একটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান করার প্রতিশ্রুতি বিপ্লবের

এম.জিয়াউল হক: আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে মিষ্টি কুমড়া প্রতীক নিয়ে ৩৩নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব হাসান মুরাদ বিপ্লব ফিরিঙ্গী বাজারের আমজাদ আলী লেইনে গণসংযোগ করেন।

গণসংযোগকালে হাসান মুরাদ বিপ্লব বলেন, গত নির্বাচনে যেসব প্রতিশ্রুতি প্রদান করেছিলাম সেগুলোর ৯০ ভাগই বাস্তবায়ন করেছি। এলাকার জনগণের জন্য আমার অফিস ছিল উন্মুক্ত, যার যখন প্রয়োজন আমাকে বলার সাথে সাথে সহযোগীতা করেছি। করোনা মহামারীতে এলাকাবাসীর জন্য কি কি করেছি সেটা এলাকাবাসী জানে।

পুনরায় নির্বাচিত হতে পারলে এলাকায় বেকারদের জন্য একটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা, মোড়ে মোড়ে সুপেয় পানির ব্যবস্থা করাসহ বিভিন্ন জনহিতকর কাজের প্রতিশ্রুতি দেন তিনি।

কিছু আওয়ামী নামধারীদের ষড়যন্ত্রের কথা উল্লেখ করে তিনি বলেন, খেলতে গেলে পাক্কা খেলোয়াড় নিয়ে মাঠে নামতে হয়। নিজেকে পাক্কা খেলোয়াড় দাবী করে তিনি বলেন এই এলাকার জনগণ সম্পর্কে তার সম্পূর্ণ অভিজ্ঞতা আছে। তাই ঘরের মাঠে কিভাবে খেলতে হয় তার জানা আছে। নতুন খেলোয়াড় এসে এখানে জেতার সুযোগ নেই।

“এলাকাবাসীর লালিত স্বপ্নের বাস্তবায়নে চলমান কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে আবারো নির্বাচিত হওয়ার ইচ্ছে প্রকাশ করছি। নির্বাচিত হলে উন্নত ও সমৃদ্ধ ওয়ার্ড গঠন করব। এলাকাবাসীর কাছে আমার আবেদন, অতীতের মতো আবারও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মিষ্টি কুমড়ায় আপনাদের কাছে ভোট চাই।”

বিকাল ৪টা থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত এই গণসংযোগে উপস্থিত ছিলেন হাজী মোক্তার আহমেদ, হাজী নাছির আহমেদ, আবদুল মাবুদ, নূরনবী, মো. আব্বাস, গোলতাজ, জমির উদ্দিন পারভেজ, নুরুল আজিম, তাজউদ্দিন, গোলনেওয়াজ, মো. আরাফাত, শওকত, মো. মিনহাজ, সেলিম।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print