Search

শনিবার, ৯ই আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

শনিবার, ৯ই আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ শনিবার, ৯ই আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই সফর ১৪৪৭ হিজরি

চসিক নির্বাচন : দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের গোলাগুলি, নিহত ১

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলিতে ১জন নিহত ও ২জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় নগরীর ডবলমুরিং থানার পাঠানটুলী মগপুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আজগর আলী বাবুল ওয়ার্ড যুবলীগ কর্মী। আহতরা হলেন- মো. মাহবুব ও অলি উদ্দিন। এরা ৩জনই গুলিবিদ্ধ হয়েছেন বলে পুলিশ ও হাসপাতাল সূত্র জানিয়েছে।

এদের মধ্যে নিহত আজগর আলী বাবুল ও মাহবুব ২৮নং পাঠানটুলী ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুরের সমর্থক বলে পুলিশ জানিয়েছে, অপরজন পথচারী। চসিক নির্বাচনকে ঘিরে বিভিন্ন প্রার্থী ও সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব-সংঘাতের ঘটনা বাড়ছে।

ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশ বলেন, মগপুকুর এলাকায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর ও একই দলের বিদ্রোহী প্রার্থী আবদুল কাদেরের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলি হয়।

এতে গুলিবিদ্ধ হয়ে আজগর আলী বাবুল মারা যান। এছাড়া গুলিবিদ্ধ হন মাহবুব নামে আরেক ব্যক্তি। দু’জনই বাহাদুরের সমর্থক বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. আমির হোসন বলেন, গুলিবিদ্ধ তিনজনকে চমেক হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে আজগর ও মাহবুবকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অপর একজন হাসপাতালের ২৪ নং ওয়ার্ডে চিকিৎসাধীন।

কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর বলেন, আমি মোগলটুলি এলাকায় গণসংযোগ করছিলাম। নজির ভাণ্ডার লেইনে যাওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ করে বৃষ্টির মতো গুলি শুরু করে সন্ত্রাসীরা। আবদুল কাদেরের উপস্থিতিতে সন্ত্রাসীরা আমার ও আমার সমর্থকদের ওপর হামলার পাশাপাশি গুলি করে। আমাকে বাঁচাতে গিয়ে আমার কর্মী বাবুল নিহত হয়েছেন। মাহবুব নামে আমার আরেক কর্মী গুরুতর আহত হয়েছেন।

নিহত বাবুলের ছেলে সিজান মোহাম্মদ সেতু বলেন, আমার বাবা যুবলীগ করতেন। আমি ও আমার বাবা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাহাদুরের পক্ষে গণসংযোগ করছিলাম। হঠাৎ গোলাগুলির একপর্যায়ে আমার বাবা বুকে গুলিবিদ্ধ হন।

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাউন্সিলর প্রার্থী আবদুল কাদের বলেন, এ ঘটনা পরিকল্পিত। সোমবার বাহাদুরের লোকজন কদমতলীতে আমার নির্বাচনী পোস্টার ছিঁড়েছে। তাই আজ (মঙ্গলবার) আমি পুলিশকে অবহিত করেই মগপুকুরপাড়ে গণসংযোগে যাই। আমি একটি ভবনের দোতলায় ছিলাম। হঠাৎ গোলাগুলির শব্দ শুনি। তখন আমার লোকজন সবাই দৌড়ে চলে যায়।

আমি প্রাণরক্ষায় একটি বাসায় আশ্রয় নিই। সেখান থেকে দেখি বাহাদুরের লোকজন গুলি ছুড়ছে। এদের মধ্যে কয়েকজন কিশোর গ্যাংয়ের সদস্যও রয়েছে। যিনি মারা গেছেন তিনিও তাদের সঙ্গেই ছিলেন। এরপর তারা আমার বাসা ও গাড়ি ভাংচুর করেছে।

নজরুল ইসলাম বাহাদুর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য এবং পাঠানটুলী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী।

২০১০ সাল থেকে ২০১৪ পর্যন্ত কাউন্সিলর ছিলেন তিনি। ২০১৫ সালে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী আবদুল কাদেরের কাছে তিনি পরাজিত হয়েছিলেন।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print