Search

বৃহস্পতিবার, ২১শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

বৃহস্পতিবার, ২১শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার, ২১শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে সফর ১৪৪৭ হিজরি

দুর্নীতির অভিযোগ পেলে যে কাউকে জিজ্ঞাসাবাদ করা যাবে – হাইকোর্ট

প্রভাতী ডেস্ক: কোনো ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে বা এমন কোনো তথ্য পেলে তার সূত্র ধরে ওই অভিযুক্তের বক্তব্য শোনার জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) আইনের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিকে নোটিশ দিতে পারে।

জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদকের দেয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রুপার রিট খারিজ করে দেয়া আদেশের পূর্ণাঙ্গ অনুলিপিতে এমন পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট।

দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান গণমাধ্যমকে জানান, ‘বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে পূর্ণাঙ্গ অনুলিপি হাতে পেয়েছি। আদেশে আদালত উল্লেখ করেছেন, নোটিশটা একটা রিকোয়েস্ট। এতে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের মৌলিক অধিকার খর্ব হয়নি। এ নোটিশ কমপ্লাই করা উচিত। আর এ নোটিশ কমপ্লাই করার জন্য ২৭শে জানুয়ারির মধ্যে হাজির হতে নির্দেশ দিয়েছেন। পর্যবেক্ষণে আদালত বলেছেন, দুর্নীতি বিষয়ে যে কোনো অভিযোগ পেলে, অভিযোগের সূত্র ধরে সংশ্লিষ্ট ব্যক্তিকে নোটিশ দেয়ার আইনি এখতিয়ার রাখে দুদক।’

দুদক আইনের ২২ ধারায় বলা হয়েছে, ‘দুর্নীতি বিষয়ক কোনো অভিযোগের অনুসন্ধান বা তদন্ত চলাকালে কমিশন যদি মনে করে যে, অভিযোগ সংশ্লিষ্ট কোনো ব্যক্তির বক্তব্য শোনা প্রয়োজন হলে কমিশন ওই ব্যক্তিকে শুনানির যুক্তিসঙ্গত সুযোগ দেবে।’

গত ৩রা ডিসেম্বর হাইকোর্টের বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ রিটটি সরাসরি খারিজ করে এই আদেশ দেন।

আদালতে ওইদিন রিট আবেদনের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার শফিক আহমেদ, জেড আই খান পান্না, সালাহ উদ্দিন দোলন, সুরাইয়া বেগম ও ব্যারিস্টার মাহবুব শফিক।

গত ২৮শে অক্টোবর দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহিম স্বাক্ষরিত এক চিঠিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ নভেম্বর দুদকে হাজির হতে বলা হয়।

ওই চিঠিতে অভিযোগের সংক্ষিপ্ত বিবরণে বলা হয়, ‘জান্নাতুল ফেরদৌসী রুপার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও জাল জালিয়াতির মাধ্যমে ঘুষ নিয়ে জিকে শামীমসহ বিভিন্ন আসামির সঙ্গে আঁতাত করে জামিন করিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেয়াসহ জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।’

‘এ অবস্থায় উল্লিখিত অভিযোগ বিষয়ে বক্তব্য দেওয়ার লক্ষ্যে ৪ঠা নভেম্বর সকাল ১০টায় রেকর্ডপত্র/কাগজপত্রসহ দুদকে হাজির হওয়ার জন্য অনুরোধ করা হল।’

এর বিরুদ্ধে রিট করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রূপা। আবেদনে নোটিশের কার্যক্রম স্থগিত চেয়ে রুল জারির আর্জি জানানো হয়।

আবেদনে স্বরাষ্ট্র সচিব, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, দুদকের মহাপরিচালক (বিশেষ অনুসন্ধান ও তদন্ত-২) এবং উপ-পরিচালককে (বিশেষ অনুসন্ধান ও তদন্ত-২) বিবাদী করা হয়।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের অসুস্থতার কারণে ৩রা নভেম্বর শুনানি নিয়ে ৩রা ডিসেম্বর পর্যন্ত রিটটি মুলতবি করেছিলেন হাইকোর্ট। ওইদিন খুরশীদ আলম খান জানান, ‘আদালত ৩রা ডিসেম্বর পর্যন্ত রিট শুনানি মুলতবি করেছেন, পিটিশনার অসুস্থ। এজন্য দুদকে হাজিরে সময় চাইলে ৬ই ডিসেম্বর পর্যন্ত তাকে সময় দিতে বলেছেন আদালত। পরে আবেদনের পর দুদক তাকে সময় দেন।’

এদিকে, নির্ধারিত দিনে ৩রা ডিসেম্বর আবেদনটি আবারো কার্যতালিকায় ওঠে। শুনানি শেষে রিট আবেদনটি খারিজ করে দেন আদালত।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print