শনিবার, ৫ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

শনিবার, ৫ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ শনিবার, ৫ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

ক্ষুদ্র ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা দিচ্ছে ফেসবুক !

প্রভাতী ডেস্ক : করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত সারাবিশ্বের ছোট -বড় সব ব্যবসায়ী। বড় ব্যবসায়ীরা ক্ষতি পুষিয়ে নিয়ে ঘুরে দাঁড়ানোর চিন্তা করলেও ক্ষুদ্র ব্যবসায়ীরা হাল ছেড়ে দেওয়ার অবস্থায়। তাই এমন পরিস্থিতে ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে অর্থ সহায়তা দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। তবে এই অর্থ সহায়তা পাওয়ার জন্য কিছু শর্ত রয়েছে।

এই সহায়তা পাওয়ার আবেদন করতে হবে ৫টি ধাপে কিছু প্রশ্নের উত্তর দেয়া ও ডকুমেন্টস প্রদানের মাধ্যমে। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু বিষয় হচ্ছে:

১. ব্যবসায় অন্তত ২ থেকে ৫০ জন কর্মী থাকতে হবে।

২. ব্যবসায়ের বয়স হতে হবে কমপক্ষে ১ বছর।

৩. করোনাকালে ক্ষতিগ্রস্থ হয়েছে এমন প্রমাণ থাকতে হবে।

৪. ব্যবসা সম্পর্কে ফেসবুক খোঁজ খবর রাখতে পারবে এমন যোগাযোগ ব্যবস্থা থাকতে হবে।

৫. আবেদনের জন্য ফেসবুকে বিজনেস পেজ একটি ভেরিফাইড ই-মেইল থাকতে হবে।

৬. থাকতে হবে ব্যবসায় প্রতিষ্ঠানের নির্দিষ্ট কার্যালয়।

৭. শুধুমাত্র অনলাইনে কার্যক্রম থাকলে আবেদন গ্রহণযোগ্য হবে না।

৮. থাকতে হবে ব্যবসায়ের লাইসেন্স।

৯. অফিসিয়াল রেজিস্ট্রেশান।

১০. দরকার হবে অংশিদারি ব্যবসায়ের ক্ষেত্রে পার্টনারশিপ লাইসেন্স।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print