Search

বৃহস্পতিবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

বৃহস্পতিবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি

স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় সভাপতি শফিউল বারি বাবু আর নেই !

প্রভাতী ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় সভাপতি শফিউল বারী বাবু আর নেই। মঙ্গলবার(২৮শে জুলাই) ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর এপোলো হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান ও স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ এই তথ্য নিশ্চিত করেন।

সকাল ১০টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার পর বাদ আসর লক্ষ্মীপুরের রামগতিতে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।

শফিউল বারী বাবুর মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন শফিউল বারী বাবুর অক্সিজেন লেভেল মারাত্মকভাবে কমে যায়। পরে সেখান থেকে রাত দেড়টার দিকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ সময় হাসপাতালে ছিলেন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি গোলাম সারোয়ার, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল,যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলীসহ স্বেচ্ছাসেবক দল, বিএনপি ছাত্রদলসহ বিভিন্ন অংগ সংগঠনের নেতা-কর্মীরা।

এর আগে হাসপাতালে বাবুকে দেখতে গিয়েছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষের মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেনসহ অনেকেই।

বাবুর মৃত্যুতে দলের সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। তার স্ত্রী বিথীকা বিনতে হোসাইন, এক ছেলে ও মেয়ে শিশুসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রয়েছে।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print