বৃহস্পতিবার, ১৭ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

বৃহস্পতিবার, ১৭ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার, ১৭ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

দোকানপাট খোলা রাখার সময় আরো বাড়ানো হলো

প্রভাতী ডেস্ক : রাজধানী ঢাকাসহ সারাদেশে দোকানপাট ও বিপণী বিতান মঙ্গলবার (২৮ জুলাই) থেকে রাত ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে। সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এমন অনুমতি দিয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

সমিতির একটি সূত্র সোমবার (২৭শে জুলাই) রাতে গণমাধ্যমকে জানিয়েছে, ঈদকে সামনে রেখে দোকানপাট খোলার সময় বাড়ানোর আবেদন করেছিলেন ব্যবসায়ীরা। এর পরিপ্রেক্ষিত্রে ঈদ পর্যন্ত রাত ৯টা অবধি দোকান খোলা রাখার মৌখিক অনুমতি দেয়া হয়েছে। তবে ঈদের পর নতুন নির্দেশনা না আসলে আগের মতো সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে। অন্যান্য স্বাস্থ্যবিধি আগের মতোই রয়েছে।

এর আগে গত ৩০শে জুন দোকানপাট খোলা রাখার সময় বিকাল ৪টা থেকে তিন ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত করা হয়। ৩০শে জুন রাতে মন্ত্রি পরিষদ ও জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা দেয়া হয়। বেচা-কেনার সময় পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার কথাও বলা হয় প্রজ্ঞাপনে।

৩০শে জুনের আগে সকাল ১০টা থেকে বিকেল ৪টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত দোকান খোলা রাখার আবেদন করেছিল দোকান মালিক সমিতি। তবে ঈদ উপলক্ষে এটি আরো বাড়ানোর দাবি জানান তারা।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print