
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক শফিউল বারী বাবুর আকষ্মিক মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তিমঞ্চ কেন্দ্রীয় কমিটি।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তিমঞ্চ কেন্দ্রীয় কমিটির আহবায়ক এডভোকেট এম. আনোয়ার হোসেন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই শোক ও সমবেদনা জানানো হয়।
বিবৃতিতে বলা হয় শফিউল বারি বাবুর মৃত্যুতে জাতীয়তাবাদী দল একজন বিশ্বস্ত ও ত্যাগী নেতাকে হারাল। তার এই শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়।
বিবৃতিতে মরহুমের রূহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।